মা
মোহাম্মদ আনোয়ার হোসেন
মা`কে আমার পড়ে মনে,
যখন থাকি একা।
মুখখানি তখন দেখি প্রাণে,
পাইনা তাহার দেখা।
মা আমার কেমন আছে,
বলতো দেখি ভাই?
নিবে তুমি তাহার কাছে,
কোথায় সে কোথায়?
তেজহীন এক মানুষ মা,
ধরণীর এই বুকে।
যখন বলতো খেলতে যা,
ছিলাম তখন সুখে।
চোখ বুজে ধরতাম আমি,
ঘুমের মহা ভান।
জানতো সে ভান ধরেছি,
শুনতে ঘুম-পাড়ানি গান।
মিষ্টি-মধুর মা`য়ের মুখ,
জানো কি তুমি?
ইহার মাঝেই পাই যে সুখ,
এ ভুবনে আমি।
মা`কে তোমরা করবে শ্রদ্ধা,
শুনেছ তো ভাই।
তাহার মতো রত্ন-পদ্মা,
ত্রিভুবনে নাই।।



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

