AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পুইশাকের উপকারীতা


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৩:৩৭ পিএম, ১২ জুলাই, ২০২১

পুইশাকের উপকারীতা

পুইশাক হলো শাকের রাজা। অ‌তি পু‌ষ্টিকর সব‌জি পুইশাক। এটি খেতে খুব স্বাদ যুক্ত একটি খাবার। এ‌র আদি নিবাস পারস্য বা বর্তমান ইরা‌নে। পুইশাকে আছে ভিটা‌মিন-‌সি, ক্যাল‌সিয়াম, ফসফরাস, ম্যাগ‌নে‌সিয়াম ও পটা‌সিয়াম অতি উচ্চ মাত্রায় বিদ্যমান।এসব ছাড়াও পুইশা‌কে আছে ‌ভিটা‌মিন-এ ও বি৬ শর্করা,আমিষ ও আয়রন।

* পুইশাক খে‌লে পাইলস্ ও ফিস্ট‌ুলা রোগ হবার সম্ভাবনা ক‌মে যায়।
* পুইশা‌কে আছে প্রচুর প‌রিমান আশ,
 যা কোষ্ঠকা‌ঠিন্য দুর ক‌রে।
* চো‌খের পু‌ষ্টি যোগায় পুইশাক।
* পুইশা‌কের স্যা‌পো‌নিন না‌মের বি‌শেষ
উপাদান ক্যান্সার প্র‌তি‌রো‌ধে সাহায্য ক‌রে।
* ব্র‌নের সমস্যায় পুইশাক উপকারী।
খাওয়‌া ছাড়াও বে‌টে লাগা‌লে ব্র‌নের উপকার হয়।
* প‌ুইশাক ত্ব‌কের রোগ জীবানু ধ্বংশ ক‌রে ও চুল‌কে মজবুত ক‌রে।
* এতে র‌য়ে‌ছে এ্যা‌ন্টি-ইনফ্লা‌মেটরী গুন। আঘা‌তের ‌ফোলা স্থা‌নে পুইশাক এর শিকড় বে‌টে লাগা‌লে ফোলা ও ব্যাথা ক‌মে যায়।

সতর্কতাঃ
যা‌দের ইউরিক এসিড বাড়ার প্রবনতা
র‌য়ে‌ছে তা‌দের পুইশাক না খাওয়া উত্তম।এ ছাড়া আমাশয় রোগী‌দেরও এই শাক না খাওয়া উচিৎ।


একুশে সংবাদ/বর্না

Link copied!