AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভাইরালের ঊর্ধ্বে নির্ভরযোগ্য তথ্য: দ্য ফ্রন্ট পেজের পাঁচ বছর


Ekushey Sangbad
তথ্যপ্রযুক্তি ডেস্ক
১১:০৫ পিএম, ১১ ডিসেম্বর, ২০২৫

ভাইরালের ঊর্ধ্বে নির্ভরযোগ্য তথ্য: দ্য ফ্রন্ট পেজের পাঁচ বছর

বাংলাদেশের অন্যতম ডিজিটাল সংবাদমাধ্যম দ্য ফ্রন্ট পেজ (টিএফপি) তাদের যাত্রার পাঁচ বছর পূর্তি উদযাপন করছে। এই সময়ে প্রতিষ্ঠানটি সোশ্যাল-ফার্স্ট সাংবাদিকতা, টেকসই ডিজিটাল মিডিয়া ব্যবসায়িক মডেল এবং বিকেন্দ্রীভূত সংবাদ অবকাঠামো গড়ে তোলায় বিশেষ গুরুত্ব দিয়েছে। 

ছোট একটি সোয়াইপ-ফার্স্ট পরীক্ষামূলক উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করলেও, দ্য ফ্রন্ট পেজ এখন তরুণ ও মোবাইল-নির্ভর পাঠকদের কাছে একটি পরিচিত ও বিশ্বাসযোগ্য মিডিয়া ব্র্যান্ডে পরিণত হয়েছে। বর্তমানে প্ল্যাটফর্মটির অনুসারীর সংখ্যা কয়েক লাখ এবং প্রতি মাসে বিভিন্ন মাধ্যমে এর কনটেন্ট কোটি সংখ্যক ভিউ অর্জন করছে।

শুরু থেকেই দ্য ফ্রন্ট পেজ সংবাদকে শুধু কনটেন্ট হিসেবে নয়, বরং মোবাইলে পড়ার উপযোগীভাবে উপস্থাপন করে এসেছে। তাদের সম্পাদকীয় কাজের ভিত্তি হলো ছোট আকারের ভিজ্যুয়াল ব্যাখ্যামূলক কনটেন্ট, তথ্যভিত্তিক ও নিরপেক্ষ উপস্থাপন এবং নিয়মিত যাচাই-বাছাই। একই সঙ্গে, স্পষ্টভাবে চিহ্নিত জিপিআই বিজ্ঞাপন ব্যবস্থার মাধ্যমে দ্য ফ্রন্ট পেজ এমন একটি ব্যবসায়িক মডেল গড়ে তুলেছে, যেখানে বিজ্ঞাপনদাতার উপস্থিতি নিশ্চিত হলেও সম্পাদকীয় বিশ্বাসযোগ্যতা অক্ষুণ্ণ থাকে।

দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা কন্ট্রিবিউটরদের মাধ্যমে প্রতিষ্ঠানটি স্থানীয় নানা দৃষ্টিভঙ্গি তুলে ধরছে। ২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলন ও ইন্টারনেট ব্ল্যাকআউটের মতো সংকটকালে, যখন ভ্রান্ত তথ্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল, তখন দ্য ফ্রন্ট পেজ নির্ভরযোগ্য তথ্যের উৎস হিসেবে নিজেদের অবস্থান আরও দৃঢ় করেছে।

দ্য ফ্রন্ট পেজের সহ-প্রতিষ্ঠাতা শাহ মো. আকিব মজুমদার বলেন, “সংকটকালে আমাদের নীতি হলো দায়িত্বশীল, নিরপেক্ষ ও স্বচ্ছ থাকা এবং তথ্য প্রকাশে কিছুটা দেরি হলেও সব সময় সত্য তথ্যকে অগ্রাধিকার দেওয়া। আমাদের বিশ্বাস, বিশেষ করে অনিশ্চিত সময়ে—দ্রুততার চেয়ে তথ্যের সঠিকতা ও মানুষের আস্থাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

ডিজিটাল সংবাদমাধ্যমটির আরেক সহ-প্রতিষ্ঠাতা ফাসবীর এসকান্দার বলেন, “মানুষ শুধু ব্রেকিং নিউজের হেডলাইন খোঁজে না—তারা এমন তথ্য চায়, যেটার ওপর ভরসা করা যায় এবং যা পরিস্থিতি বুঝতে সাহায্য করে। আমাদের কাজ হলো তথ্যভিত্তিক সচেতনতা তৈরি করা। আমরা ভবিষ্যৎ অনুমান করতে চাই না, বরং সহজ ভাষায় ও সাধারণ উদাহরণ দিয়ে মানুষের কাছে বিষয়গুলো পরিষ্কার করে তুলে ধরতে চাই।”
গ্রাহকদের জন্য নিয়মিত সংবাদ পরিবেশনের পাশাপাশি দ্য ফ্রন্ট পেজ তৈরি করছে দ্য ব্ল্যাংক পেজ, যা একটি বিকেন্দ্রীভূত সংবাদ উদ্যোগ। এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের যাচাইকৃত স্থানীয় কনটেন্ট নির্মাতারা একই নিয়ম, টুলস ও কাঠামোর আওতায় সংবাদ তৈরি ও প্রকাশ করতে পারবেন।

ষষ্ঠ বছরে পা রেখে দ্য ফ্রন্ট পেজ তাদের বিকেন্দ্রীভূত কন্ট্রিবিউটর নেটওয়ার্ক আরও বিস্তৃত করা, তথ্য যাচাই ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, বাংলা–ইংরেজি দ্বিভাষিক কনটেন্ট বাড়ানো এবং মিডিয়া সাক্ষরতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে বিভিন্ন অংশীদারের সঙ্গে সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা করেছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - তথ্য-প্রযুক্তি

Link copied!