কলম্বোতে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক শ্রীলঙ্কাকে ১৬ রানে হারিয়ে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই জয়ে শুধু সিরিজে ফিরেই নয়, আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়েও এক ধাপ এগিয়েছে টাইগাররা।
শনিবার (৫ জুলাই) প্রথমে ব্যাট করে বাংলাদেশ দল ২৪৮ রানে অলআউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে ভালো সূচনা করেছিল শ্রীলঙ্কা। তবে তানভীর ইসলামের স্পিন আক্রমণে হঠাৎ ব্যাটিং বিপর্যয়ে পড়ে লঙ্কানরা। শেষ দিকে জানিথ লিয়ানাগে চেষ্টা করেও দলকে জয়ের কাছাকাছি নিতে পারেননি। ফলাফল—১৬ রানে জয় পায় সফরকারী বাংলাদেশ এবং তিন ম্যাচের সিরিজ ১-১ সমতায় ফেরে।
এই জয়ের হাত ধরে আইসিসি র্যাঙ্কিংয়ে ১০ নম্বর থেকে ৯ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। তাদের বর্তমান রেটিং পয়েন্ট এখন ৭৮। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ এক ধাপ পিছিয়ে ৭৭ রেটিং নিয়ে নেমে গেছে ১০ নম্বরে।
শুধু তাই নয়, শ্রীলঙ্কাও র্যাঙ্কিংয়ে পিছিয়েছে এক ধাপ। ১০২ রেটিং পয়েন্ট নিয়ে তারা নেমে গেছে ৫ নম্বরে, আর পাকিস্তান উঠে এসেছে ৪র্থ স্থানে (১০৪ রেটিং)।
র্যাঙ্কিংয়ের পরবর্তী অবস্থানগুলোতে আছে—৬ নম্বরে দক্ষিণ আফ্রিকা, ৭ নম্বরে আফগানিস্তান এবং ৮ নম্বরে ইংল্যান্ড।
ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান এখনো ধরে রেখেছে ভারত, তাদের রেটিং পয়েন্ট ১২৪।
একুশে সংবাদ/এ.জে