দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে—এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (৯ জুলাই) সকালে অধিদপ্তরের জারি করা সতর্ক বার্তায় জানানো হয়, সকাল ১০টা থেকে পরবর্তী একদিনের মধ্যে উল্লেখিত বিভাগগুলোর বিভিন্ন এলাকায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বা তারও বেশি পরিমাণ বৃষ্টিপাত হতে পারে।
সতর্কবার্তায় আরও বলা হয়েছে, চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে অতিবৃষ্টির কারণে কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরীর কিছু অংশে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে।
এর আগের দিনও (৮ জুলাই) একই চার বিভাগে অনুরূপ বৃষ্টির সতর্কতা জারি করেছিল আবহাওয়া অধিদপ্তর।
এদিকে টানা বৃষ্টির পাশাপাশি ভারতের উজানের ঢলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা ফেনীতে প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধের ১৪টি স্থানে ভাঙনের কারণে ফুলগাজী ও পরশুরাম উপজেলার একাধিক এলাকা পানিতে তলিয়ে গেছে। এতে স্থানীয় বাসিন্দারা ব্যাপক দুর্ভোগে পড়েছেন, এবং অনেক সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফেনী শহরেও জলাবদ্ধতা দেখা দিয়েছে।
অন্যদিকে, বুধবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে