ঢাকাসহ দেশের ১২ জেলার ওপর দিয়ে রাতের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এছাড়া বঙ্গোপসাগরে লঘুচাপ ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়ে বাংলাদেশ ও মিয়ানমারের উপকূলে আঘাত হানতে পারে বলে জানানো হয়েছে।
বুধবার (২২ মে) বিকেলে দেয়া নদীবন্দরের সতর্কবার্তায় আবহাওয়া দফতর জানিয়েছে রাত ১টার মধ্যে দেশের বিভিন্ন এলাকার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে।
বার্তায় বলা হয়, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগ ছাড়াও ফরিদপুর, যশোর, খুলনা, কুষ্টিয়া, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী ও ফেনি জেলার ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘বর্তমান প্রেডিকশন অনুযায়ী ঘূর্ণিঝড়টির গতিপথ বাংলাদেশ, মিয়ানমার বা ভারতের পশ্চিমবঙ্গ, ওড়িশা অঞ্চলের দিকেই। তবে এর গতিপথ ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে। প্রতিনিয়ত গতিপথ পরিবর্তন করছে; রাতে একটা গতিপথ থাকছে, আবার সকালে।’
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

