ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ বুধবার (৩ সেপ্টেম্বর) পর্যন্ত বহাল থাকছে। ওইদিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে বিষয়টি শুনানি হবে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এই আদেশ দেন। আদালতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
এর আগে সোমবার হাইকোর্ট ডাকসু ভোটগ্রহণ ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দেন। তবে একই দিন চেম্বার আদালত ওই স্থগিতাদেশের কার্যকারিতা স্থগিত করেন।
প্রসঙ্গত, ২৮ আগস্ট ‘অপরাজেয় ৭১’ ও ‘অদম্য ২৪’ প্যানেলের প্রার্থী বি এম ফাহমিদা আলম এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। এর পরিপ্রেক্ষিতেই হাইকোর্ট নির্বাচন স্থগিতাদেশের আদেশ দিয়েছিল।
ঘোষিত তফসিল অনুযায়ী, ডাকসুর ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ৯ সেপ্টেম্বর। নির্বাচনে এবার ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী, যার মধ্যে নারী প্রার্থী ৬২ জন। শুধু সদস্যপদেই আছেন ২১৭ জন প্রার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ১৩টি পদে লড়ছেন মোট এক হাজার ৩৫ জন প্রার্থী।
নির্বাচনকে ঘিরে ছাত্রদল, ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্রসংসদসহ বামপন্থি সংগঠনগুলো নিজেদের পৃথক প্যানেল ঘোষণা করেছে। সব মিলিয়ে পূর্ণ ও আংশিক ১০টির মতো প্যানেল অংশ নিচ্ছে এবারের নির্বাচনে।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে