গত ১৯ জানুয়ারি উমেরগাঁওর ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় টেলি অভিনেতা যোগেশ মহাজনের নিথর দেহ। তিনি শিব শক্তি ধারাবাহিকের শ্যুটিং করছিলেন। শ্যুটিংয়ের মাঝেই অসুস্থ বোধ করছিলেন অভিনেতা। তিনি সেট ছেড়ে ফ্ল্যাটে চলে যান। পরে যখন ক্রিউ মেম্বাররা সেখানে পৌঁছান তখন তাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়।
সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তিনি।
যোগেশের সহ অভিনতা আকাঙ্খা রাওয়াত জানিয়েছেন, `খুব ভাল মনের একজন মানুষ ছিলেন। প্রায় এক বছরের বেশি সময় আমরা একসঙ্গে শ্যুটিং করছিলাম। কিন্তু, আচমকা এই রকম কিছু ঘটে যাবে আমরা কেউ ভাবতে পারছি না।`
২০ জানুয়ারি শেষকৃত্য সম্পন্ন হয় যোগেশ মহাজনের। শুধু ছোটপর্দা নয়, বড়পর্দাতেও জনপ্রিয় ছিলেন তিনি। স্ত্রী ও সাত বছরের পুত্র সন্তানকে রেখে গেলেন যোগেশ। শিব শক্তি ধারাবাহিকে অভিনয় করছিলেন।
একাধিক হিন্দি মেগায় অভিনয়ের সুবাদে দর্শকমহলে দারুণ জনপ্রিয় ছিলেন যোগেশ মহাজন। পপুলার টিভি শো আদালত, জয় শ্রী কৃষ্ণ, চক্রবর্তীন অশোক সম্রাট ও দেভন কে দেব সহ আরও বেশ কিছু সিরিয়াল।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

