দক্ষিণী অভিনেত্রী অরুন্ধতী নায়ার। তিনি সম্প্রতি একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকার দিয়ে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার শিকার হন তিনি। তার অবস্থা সংকটজনক।
মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২৮ বছর বয়সী এই দক্ষিণী অভিনেত্রী।
ভারুতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে জানা গেছে, গত ১৪ মার্চ অরুন্ধতী নায়ার ভয়ঙ্কর বাইক দুর্ঘটনার শিকার হন। এতে তার শারীরিক অবস্থা এতটাই গুরুতর যে তাকে আইসিইউতে রাখা হয়েছে। গত চারদিন ধরে জ্ঞান ফেরেনি অভিনেত্রীর।
অভিনেত্রীর শারীরিক ও আর্থিক অবস্থা নিয়ে তার কাছের বন্ধু জানান, ‘অরুন্ধতীর পরিবার হাসপাতালের বিল দিতে পারছে না। এখন প্রয়োজন আর্থিক সহায়তার। সেরে উঠতে আরও কিছু অস্ত্রোপচার প্রয়োজন তার।’
তিনি আরও বলেন, ‘অরুন্ধতী দক্ষিণী সিনেমার বেশ জনপ্রিয় অভিনেত্রী তা সত্ত্বেও বিনোদন জগতের কেউ আসেনি তাকে দেখতে। অরুন্ধতীর পরিবার আর্থিকভাবে সচ্ছল নয়। হাসপাতালের বিল পরিশোধ করতে তাদের আর্থিক সহায়তা দরকার। তার কিছু বন্ধু সাহায্য করেছেন, তবে আরও অর্থের প্রয়োজন।’
 
উল্লেখ্য, ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় তামিল সিনেমা ‘পোঙ্গি এজহু মনোহরা’ দিয়ে অভিনয়ে পা রাখেন অরুন্ধতী। ২০১৮ সালে মুক্তি পায় বিজয় অ্যান্টোনির ‘শয়তান’। এই সিনেমা থেকে হইচই ফেলে দিয়েছিলেন তিনি। এরপর ২০২৩ সালে আবার পর্দায় দেখা যায় তাকে।
 
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                            
