AB Bank
ঢাকা সোমবার, ০৪ ডিসেম্বর, ২০২৩, ১৯ অগ্রহায়ণ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
 1. জাতীয়
 2. রাজনীতি
 3. সারাবাংলা
 4. আন্তর্জাতিক
 5. অর্থ-বাণিজ্য
 6. খেলাধুলা
 7. বিনোদন
 8. শিক্ষা
 9. তথ্য-প্রযুক্তি
 10. অপরাধ
 11. প্রবাস
 12. রাজধানী

সালমানের জন্য অরিজিৎ সিংয়ের গান


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৮:১৯ পিএম, ২৩ অক্টোবর, ২০২৩
সালমানের জন্য অরিজিৎ সিংয়ের গান

জল্পনা-কল্পনার ইতি। অবশেষে সালমান খানের সিনেমায় অরিজিৎ সিংয়ের কণ্ঠ। গানের নাম ‘লেকে প্রভু কা নাম’। যেন ‘প্রভু’র নাম নিয়েই অতীতের যাবতীয় তিক্ততা ভুলে নতুন বন্ধুত্বের সূচনা করলেন নায়ক আর গায়ক।

 

এই তিক্ততার সূত্রপাত হয়েছিল ২০১৪ সালে। রীতেশ দেশমুখের সঙ্গে এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সূচনা করছিলেন সালমান। অরিজিতের তখন কেরিয়ারের গোড়ার দিক। একটি গানের এডিটিং নিয়ে বেজায় ব্যস্ত ছিলেন তিনি কলকাতায়। টানা ১২-১৩ ঘণ্টা কাজের পর মুম্বাইতে উড়ে যান হোটেলে না গিয়েই সোজা সেই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পৌঁছন। মঞ্চে যখন পুরস্কার নিতে যান অরিজিৎ, তখন তাঁর পরনে চপ্পল, ক্যাজুয়াল শার্ট দেখে সালমান খান ঠাট্টা করে বলেছিলেন- “তুই বিজেতা?” উত্তরে গায়ক বলেন- “আরে আপনারা ঘুম পাড়িয়ে দিলেন…।”

 

এর পর দীর্ঘ ৯ বছর সালমান-অরিজিতের মুখ দেখাদেখি বন্ধ ছিল। একে-অপরের সঙ্গে কাজ তো দূর অস্ত, এড়িয়ে অবধি চলতেন। অনেকেই সালমানের সঙ্গে ঝামেলার পর অরিজিতের কেরিয়ার শেষ হওয়ার ভবিষ্যদ্বাণী করেছিলেন। তবে লাইমলাইটের আড়ালে থেকেই দেশের এক নম্বর গায়ক হয়ে নীরবে নিজের ঝাঁজ বুঝিয়ে দেন অরিজিৎ সিং।

 

কিছুদিন আগে আচমকাই সালমানের বাড়ি থেকে অরিজিৎকে বের হতে দেখা যায়। তাতেই পুরনো বিবাদ মেটার জল্পনা শুরু হয়ে যায়। এই জল্পনায় সিলমোহর দিল ‘টাইগার ৩’র ‘লেকে প্রভু কা নাম’ গান। প্রীতমের সুরে গানটি গেয়েছেন অরিজিৎ এবং নিকিতা গান্ধী। গীতিকার অমিতাভ ভট্টাচার্য।

 

একুশে সংবাদ/ঢ.প.প্র/জাহা

Link copied!