জায়েদ খানের নায়িকা হয়ে ‘ছায়াবাজি’ সিনেমায় আভিনয় করার জন্য গত ৩০ আগস্ট বাংলাদেশে এসেছিলেন ঢালিউড অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। সেদিন বিকেলেই চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে কক্সবাজার যান তিনি। তারপর সেখানে কয়েকদিন শুটিং চলে সিনেমার। তবে
কিন্তু শুটিং শেষ না করেই চলে যান নায়িকা। অভিযোগ করেন, কোরিওগ্রাফাার মাইকেল অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করেছেন তাকে। তাই কোরিওগ্রাফারকে পরিবর্তন না করলে এ সিনেমায় আর কাজ করবেন না তিনি।
এরই মধ্যে প্রযোজক মনিরুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, ‘ছায়াবাজি’ সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে ভারতীয় এই নায়িকাকে। মিথ্যাচারের কারণে এই বাদ দেওয়ার সিদ্ধান্ত বলে জানান তিনি।
তিনি বলেন, সায়ন্তিকাকে বাদ দিয়ে তাঁর বদলে দেশি নায়িকা নিয়ে কাজ করবেন। এ সিনেমার কাজ আর করব না। যদি করিও, সায়ন্তিকাকে বাদ দিয়ে দেশি শিল্পী নিয়ে নতুন করে এ সিনেমার কাজ শুরু করব।’
সায়ন্তিকা দেশ ছাড়ার পরই প্রযোজক মনিরুল ইসলাম, নায়ক জায়েদ খান ও নায়িকা সায়ন্তিকাকে নিয়ে নানা ধরনের কথা চাউর হতে থাকে। চলে অভিযোগ আর পাল্টা অভিযোগ। একে অপরকে নিয়ে অসম্মানজনক ও অশ্রদ্ধাপূর্ণ কথাও বলেন। শেষ পর্যন্ত দেখা গেল, ছবিটির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে।
জানা যায়, কয়েকদিনের শুটিংয়ে প্রযোজকের প্রায় ৩৫ লাখ টাকা খরচ হয়ে গেছে। তাই তিনি চান এই সিনেমার শুটিং শেষ হোক।
এদিকে গান দিয়ে সিনেমার শুটিং শুরু হয়। প্রথম লটের শুটিং শেষ হওয়ার পরই সায়ন্তিকা অভিযোগ করেন, কোরিওগ্রাফাার মাইকেল অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করেছেন তাকে। তাই কোরিওগ্রাফারকে পরিবর্তন না করলে এ সিনেমায় আর কাজ করবেন না তিনি।
এছাড়াও টালি তারকা অভিযোগ করেন, প্রযোজকের অপেশাদারি আচরণের জন্য সিনেমার শুটিংয়ের অভিজ্ঞতা ভালো হয়নি তার। এ জন্য শুটিং শেষ না করেই কলকাতায় চলে গেছেন তিনি।
অভিনেত্রীর এ অভিযোগের পরই পুরো ঘটনা নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রযোজক মনিরুল ইসলাম। ঘটনার বিস্তারিত তুলে ধরেন তিনি। এবার ‘ছায়াবাজি’ সিনেমার কাজ প্রসঙ্গে কথা বলতে গিয়ে সায়ন্তিকার বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানালেন প্রযোজক।
এ প্রযোজক জানান, ‘ছায়াবাজি’ নামে তিনি মূলত একটি ওয়েব সিরিজ বানাতে চেয়েছিলেন। এরপর জায়েদ খানের অনুরোধে পরিকল্পনা বদল করেন তিনি। এরপরই শুরু হয় সিনেমা নিয়ে নানান জটিলতা। এখন অপেক্ষা এই জটিলতা কাটিয়ে আবারও ‘ছায়াবাজি’র শুটিংয়ে ফেরার।
একুশে সংবাদ/ন.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :