AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘আল্লাহ কিছু নেওয়ার আগে কিছু দিয়েও দেন’: পরীমণি


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৪:৩২ পিএম, ২৭ মে, ২০২৫

‘আল্লাহ কিছু নেওয়ার আগে কিছু দিয়েও দেন’: পরীমণি

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণি আবারো আবেগঘন এক বার্তায় নিজের জীবন ও অনুভূতির কথা শেয়ার করলেন ভক্তদের সঙ্গে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন— “আল্লাহ কিছু নেওয়ার আগে কিছু দিয়েও দেন।”

বর্তমানে ‘সিঙ্গেল মাদার’ হিসেবে দুই সন্তানকে নিয়েই সময় কাটছে পরীমণির। ব্যক্তিগত জীবনের চড়াই-উতরাই, প্রেম-বিয়ে-বিচ্ছেদের নানা অধ্যায়ের পর এখন তিনি এক নতুন জীবনযাত্রায় নিজেকে খুঁজে নিচ্ছেন বলেই জানান তিনি।

May be an image of 1 person and smiling

নিজের পোস্টে পরীমণি লেখেন,“আমি শুধু ভাবি, আমার বাচ্চারা না থাকলে আমি কি সত্যিই এতটা গুছিয়ে বাঁচতে পারতাম জীবনে! নানাভাই মারা যাওয়ার সময় আমার আশপাশের পরিচিতজনেরাও মনে করেছিল, আমি বোধহয় স্বাভাবিক থাকতে পারব না আর।”

তিনি আরও বলেন,“এখন এই মুহূর্তেও আমি ঠিক এটাই ভাবছি, মহান আল্লাহ পৃথিবীর সবকিছু কত অদ্ভুত সুন্দর করে প্রতিটি জীবনের যোগ-বিয়োগের ভারসাম্য করে দেন! সত্যি আল্লাহ কিছু নেওয়ার আগে কিছু দিয়েও দেন। আমি ভালো আছি।”

May be an image of 1 person, plaits, smiling and text that says "B Boay"

পরীমণির এই পোস্ট ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। ভক্ত-অনুরাগীরা তার মনোবল, ইতিবাচকতা এবং মাতৃত্বের প্রতি ভালোবাসায় অনুপ্রাণিত হচ্ছেন।

এদিকে অভিনয়ের পাশাপাশি পরীমণি বর্তমানে তার ব্যক্তিগত ব্যবসায়িক কার্যক্রম নিয়েও ব্যস্ত সময় পার করছেন। নতুন একটি সিনেমার কাজ শুরু করারও প্রস্তুতি চলছে বলে তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে।

May be an image of 1 person

প্রসঙ্গত, নানা বিতর্ক ও আলোচনার মধ্য দিয়ে এগিয়ে চলা এই তারকা একাধিকবার প্রমাণ করেছেন—জীবনের কঠিন অধ্যায় পেরিয়ে সাহসের সঙ্গে ঘুরে দাঁড়াতে জানেন তিনি।

 

একুশে সংবাদ/আ.ট/এ.জে

Link copied!