AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৯ মে, ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্তের হয়ে আরেক অভিনেত্রীর মৃত্যু


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১১:৩৩ এএম, ১৩ আগস্ট, ২০২৩

কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্তের হয়ে আরেক অভিনেত্রীর মৃত্যু

‘দ্য অ্যাসোসিয়েটস’ এবং ‘ফর লাভ অ্যান্ড অনার’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে খ্যাতি লাভ করা ১৯৭০ দশকের সুপার মডেল শেলি স্মিথ মারা গেছেন। গত ৮ আগস্ট মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৭০ বছর বয়স হয়েছিল এ অভিনেত্রীর। মৃত্যুকালে সন্তান ও স্বামীকে রেখে গেছেন শেলি স্মিথ।

 

ভ্যারাইটি ম্যাগাজিনের প্রতিবেদন বলছে, কয়েক দিন আগেই কার্ডিয়াক অ্যারেস্ট হয় শেলি স্মিথের। এর কিছুদিন পর মঙ্গলবার (৮ আগস্ট) তার মৃত্যু হয়। হলিউড প্রেসবিটারিয়ান হাসপাতালে মৃত্যু হয়েছে তার।

 

আমেরিকান এ ফ্যাশন মডেলের মৃত্যুর বিষয়টি বুধবার সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক ভিডিওবার্তায় নিশ্চিত করেছেন তার স্বামী মাইকেল ম্যাগুইর। তিনি স্ত্রী শেলি স্মিথ সম্পর্কে ভিডিওতে বলেন, তিনি মানুষকে সাহায্য করতে পছন্দ করতেন। সে আমাকেও সাহায্য করেছিল। আমাকে আমার থেকেও অনেক ভালো মানুষ করে তুলেছে সে। আমাদের বিয়ে ছিল খুবই দুর্দান্ত।

 

তিনি আরও বলেন, আমি জানি না তাকে ছাড়া কিভাবে এগিয়ে যেতে হবে। তবে এতটুকু জানি যে, আমাদের একটি অবিশ্বাস্য সম্পর্ক ছিল এবং এটি বিশুদ্ধ ছিল।

 

এ অভিনেত্রী ১৯৭০ এর দশকের শুরুর দিকে মডেলিং ক্যারিয়ার শুরু করেন। হার্পারস বাজারে কভারে অভিষেক হয় এবং ভোগ, ম্যাডেমোইসেল ও গ্ল্যামার ম্যাগাজিনে বৈশিষ্ট্য পান।

 

১৯৭৯ সালে টেলিভিশন পর্দায় অভিষেক হয় তার। মার্টিন শর্ট, উইলফ্রিড হাইড-হোয়াইট এবং অ্যালি মিলসের সঙ্গে ‘দ্য অ্যাসোসিয়েটস’-এর মাধ্যমে তারকা হিসেবে অভিষেক হয় তার। ১৯৮০ সালে একটি আইনি নাটকের ১৩ পর্বে সারা জেমসেরে চরিত্রে হাজির হয়েছিলেন।

 

এ সুপার মডেল ১৯৮৩ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত ক্লিফ পটস, ইয়াফেট কোট্টো এবং গ্যারি গ্রাবসের সঙ্গে এনবিসির সামরিক সিরিজ ‘ফর লাভ অ্যান হনার’ এ ক্যাপ্টেন ক্যারোলিন অ্যাঙ্গেলের চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়া ১৯৮০-এর দশকে ‘ফ্যান্টাসি আইল্যান্ড’, ‘দ্য লাভ বোট’, ‘ডিফারেন্ট স্ট্রোকস’, ‘সাইমন অ্যান্ড সাইমন’ এবং ‘মার্ডার শি রোট’-এর মতো শোয়ে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন শেলি স্মিথ।

 

একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা

 

Link copied!