AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অস্কার মনোনয়নে জ্যাকলিনের ছবির গান


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৪:১৩ পিএম, ২৬ জানুয়ারি, ২০২৩

অস্কার মনোনয়নে জ্যাকলিনের ছবির গান

অস্কারে সেরা মৌলিক গানের বিভাগে মনোনীত হয়েছে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ অভিনীত ছবি ‘টেল ইট লাইক আ ওম্যান’-এর গান ‘অ্যাপ্লজ’।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আনন্দ ও গর্বের কথা সবার সঙ্গে ভাগ করে নিলেন বলিউড তারকা। ৭ জন পরিচালকের ৭টি ছোট গল্প নিয়ে তৈরি অ্যান্থলজি ‘টেল ইট লাইক আ ওম্যান’। কলাকুশলীদের মধ্যে অন্যতম ‘সার্কাস’ খ্যাত অভিনেত্রী জ্যাকলিন। সেই অ্যান্থলজির গান ‘অ্যাপ্লজ’ জায়গা পেল চলতি বছরের অস্কার মনোনয়নের তালিকায়। ১৩ বারের অস্কার মনোনীত গীতিকার ডায়ান ওয়ারেনের রচিত গানটি গেয়েছেন ‘পার্পল হার্ট’ খ্যাত হলিউড তারকা সোফিয়া কারসন।

সুখবর জানিয়ে জ্যাকলিন তার সোশ্যাল হ্যান্ডেলে লেখেন, ‘অস্কারে মনোনীত একটি কাজের সঙ্গে যুক্ত থাকতে পেরে গর্ব হচ্ছে।’ এত গুণী শিল্পীদের সঙ্গে কাজ করতে পেরে কৃতজ্ঞ বলেও জানান তিনি।

 

প্রসঙ্গত, এবারের অস্কারে সেরা মৌলিক গানের বিভাগে মনোনয়ন পেয়েছে ভারতীয় ‘আরআরআর’ ছবির গান ‘নাটু নাটু’। প্রথম তেলেগু ছবি হিসেবে ইতিহাস তৈরি করেছে এস এস রাজামৌলির এই নির্মাণ। ‘অ্যাপ্লজ’-এর অস্কার মনোনয়নে উচ্ছ্বসিত জ্যাকলিন কিন্তু ‘নাটু নাটু’কে শুভেচ্ছাবার্তা জানাতেও ভোলেননি।

একুশে সংবাদ.কম/ঢা/সা’দ

Shwapno
Link copied!