AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ জুলাই, ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আচমকাই ‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে ব্রেক করা হল রচনাকে


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৫:০৬ পিএম, ২৯ নভেম্বর, ২০২২

আচমকাই ‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে ব্রেক করা হল রচনাকে

‘দিদি নম্বর ওয়ান’ টেলিভিশনের অন্যতম জনপ্রিয় শো। গত ১০ বছর ধরে সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায়কে ভালবেসে এসেছেন দর্শক। যেখানে প্রতিযোগীদের বিভিন্ন ধরনের প্রশ্ন করাই নায়িকার কাজ।

 

সবাই স্বচ্ছন্দে নিজেদের ভাল লাগা, মন্দ লাগাগুলো সকলের সঙ্গে ভাগও করে থাকেন। কিন্তু এই ‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চেই থামিয়ে দেওয়া হল রচনাকে। বলা হল আর কোনও প্রশ্ন করতে পারবেন না রচনা। উল্টে জবাব দিতে হবে তাঁকে। কী ঘটেছে?

 

সম্প্রতি, এই রিয়্যালিটি শোয়ের মঞ্চে অতিথি হিসাবে এসেছিলেন অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য। শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘সোহাগ জল।’ ধারাবাহিকের প্রচারেই এসেছিলেন মেগার কলাকুশলী।

 

তখনই তৈরি হয় এমন এক পরিস্থিতি। যেখানে রচনাকেই থামিয়ে দেন শ্রীতমা। অভিনেত্রীকে রচনা তাঁর ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করেন, তখনই শ্রীতমা বলেন, “না, আমার সম্পর্কে আর তোমার কিছু জানার নেই। এ বার আর তুমি কোনও প্রশ্ন করবে না। আমি বলব ‘এ বার বলো’ তার পর তুমি বলবে।”

 

না, তেমন কোনও গুরুগম্ভীর বিষয় নয়। শ্রীতমা আর রচনার এই কথপোকথন নিছক মজার ছলেই হয়েছিল। তবে শুধু রচনা নন, শ্রীতমাকে নিয়ে মজা করতে ছাড়েননি তাঁর টিমের অন্য সদস্যরা।

একুশে সংবাদ/ ক.প্র/ রখ

Link copied!