বাঙ্গালী মেয়ে তৃধা চৌধুরি এবার পা রাখলেন ওটিটি প্ল্যাটফর্ম দিয়ে ৷ সাহসী সিনে ববি দেওলের সঙ্গে অভিনয় করে বলিউড ফ্যানদের মন জয় করে নিয়েছেন৷ গসিপ তাঁকে নিয়ে না পেলেও তাঁর বোল্ড ছবিতে মন মজেছে ভক্তদের৷
তৃধা চৌধুরি নিয়মিত নিজের সোশ্যাল হ্যান্ডেলে ছবি আপলোড করেন ৷ সেই ছবি গুলোর মধ্যে বেশ কিছু ছবি রীতিমতো সাহসী ৷ বঙ্গললনা নিজের রূপের ডালি নিয়ে নিজের অফিসিয়াল হ্যান্ডেলেই ছবি আপলোড করে থাকেন ৷ তার ছবি আপলোড হওয়ামাত্রই তাঁর ফ্যানরা সেইসব ছবি ভাইরাল করে দেন ৷
তৃধা অনস্ক্রিনে ববি-র সঙ্গে ববিতা চরিত্রে অভিনয় করেছিলেন সাহসী দৃশ্যে ৷ আর নিজের সোশ্যাল হ্যান্ডেল অফ স্ক্রিনেও যে ছবি আপলোড করেন তাও রীতিমতো বোল্ড !
একুশে সংবাদ/ন/আ