প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত হওয়া কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। রোববার (২০ জুলাই) বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামছুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থগিত হওয়া তিনটি বিষয়ের পরীক্ষা আগামী ১২ আগস্ট (মঙ্গলবার) সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। পরীক্ষাগুলো হলো— পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র (বিষয় কোড ১৭৪), হিসাববিজ্ঞান প্রথম পত্র (বিষয় কোড ২৫৩) এবং যুক্তিবিদ্যা প্রথম পত্র (বিষয় কোড ১২১)।
বোর্ড সংশ্লিষ্টদের দ্রুত প্রস্তুতি নিতে অনুরোধ জানিয়েছে এবং পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে।
উল্লেখ্য, টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে ফেনী জেলার বেশ কিছু এলাকা প্লাবিত হয়। এতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় এবং পরীক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়ে। এ পরিস্থিতিতে ১০ জুলাইয়ের এইচএসসি পরীক্ষাগুলো স্থগিত করা হয়।
একুশে সংবাদ/চ.ট/এ.জে