সম্প্রতি শিক্ষক সংকট প্রকট আকারে দেখা দিয়েছে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে। শিক্ষকসংকটের কারণে মাধ্যমিকে শিক্ষার্থীদের পড়ালেখা ব্যাহত হচ্ছে। এ অবস্থায় নন ক্যাডারদের মধ্যে থেকে সরকারি মাধ্যমিকে বিদ্যালয়ে এক হাজার ৮১৭ জন শিক্ষক নিয়োগের ব্যবস্থা করার জন্য সরকারি কর্মকমিশনের (পিএসসি) কাছে প্রস্তাব দিয়েছে শিক্ষা বিভাগ।
সম্প্রতি, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে এই প্রস্তাব দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।
প্রস্তাব পাঠানোর বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন মাউশির পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ বেলাল হোসাইন।
বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) তথ্য অনুযায়ী, বর্তমানে সারা দেশে ২০ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ মিলিয়ে) মাধ্যমিক স্তরে পড়ানো হয়। এর মধ্যে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ৬৮৪টি।
সরকারি–বেসরকারি মিলিয়ে মাধ্যমিকে মোট শিক্ষার্থী এক কোটির বেশি। মোট শিক্ষক আছেন- ২ লাখ ৬৬ হাজার ৫৬৮ জন।
তবে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট বেশি। ২০১৮ সালের জাতীয় শিক্ষানীতি অনুযায়ী মাধ্যমিকে গড়ে প্রতি ৩০ শিক্ষার্থীর জন্য একজন শিক্ষকের ব্যবস্থা করার কথা ছিল। কিন্তু এখনো গড়ে ৩৮ শিক্ষার্থীকে পড়ান একজন শিক্ষক। এর মধ্যে আবার সরকারি মাধ্যমিকে গড়ে ৫২ শিক্ষার্থীর বিপরীতে আছেন একজন শিক্ষক।
একুশে সংবাদ/এসএপি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

