বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জেট ফুয়েলের নতুন মূল্যহার নির্ধারণ করেছে, যা আজ রাত ১২টা থেকে কার্যকর হবে। অভ্যন্তরীণ রুটে জেট এ-১ ফুয়েলের দাম লিটারে ১৭ টাকা ৫০ পয়সা কমিয়ে নতুন মূল্য ৯৩ টাকা ৫৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।
আন্তর্জাতিক রুটে প্রতি লিটারের দাম ১৫ সেন্ট কমিয়ে ৬০ সেন্ট নির্ধারণ করা হয়েছে। এই দাম নির্ধারণের ক্ষেত্রে শুল্ক ও মূসক বিবেচনায় আনা হয়েছে—অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে শুল্ক ও মূসকসহ, আর আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে শুল্ক ও মূসকমুক্ত মূল্য হিসাব করা হয়েছে।
এছাড়া, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মজুত ও বিতরণ খরচ প্রতি লিটারে ৪ টাকা ৪ পয়সা এবং বিপণনে পদ্মা অয়েল কোম্পানির চার্জ ৮৮ পয়সা পুনর্নির্ধারণ করা হয়েছে। দাম নির্ধারণের এই প্রক্রিয়ায় বিপিসি ও পদ্মা অয়েল প্রস্তাব দেয়ার পর বিইআরসি গণশুনানি এবং মতামত গ্রহণ করে। সবশেষ পর্যালোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়।
বিশ্লেষকরা মনে করছেন, এই মূল্য হ্রাস অভ্যন্তরীণ বিমান চলাচল ও আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর জন্য স্বস্তির বার্তা বয়ে আনবে। এতে যাত্রীদের ওপর ভাড়ার চাপ কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। তবে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য ওঠানামার কারণে এই সুবিধা কতদিন স্থায়ী হবে, তা এখনও অনিশ্চিত।
একুশে সংবাদ/চ.ট/এ.জে