বাণিজ্য মন্ত্রণালয় ২০২২-২৩ অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৭ বিলিয়ন ডলার নির্ধারণ করেছে। বুধবার (২০ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ তথ্য জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, ২০২১-২২ অর্থবছরে রপ্তানিতে আমরা ৬০ বিলিয়ন ডলার আয় করেছি। সবদিক বিবেচনা করে এবার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ১১ শতাংশ বাড়িয়ে ৬৭ বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, ২০২০-২১ অর্থবছরে রপ্তানি আয় ছিল ৪৫ বিলিয়ন ডলার। সেটাকে আমরা ২০২১-২২ সালে লক্ষ্যমাত্রা ধরে ছিলাম ৫১ বিলিয়ন ডলার। এর বিপরীতে রপ্তানি আয় হয়েছে ৬০ দশমিক শূন্য ৮ বিলিয়ন ডলার। এটা আমাদের নিজেদের ধারণার বাইরে। এর জন্য কতোগুলো ফেক্টর কাজ করেছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের কয়েকটা সেক্টর ভালো করছে। আইসিটির ক্ষেত্রে আমরা আশাবাদী। চামড়া পণ্যেও ভালো করতে শুরু করেছি। হোম টেক্সটাইলেও ভালো করছি। ইউক্রেন-রাশায়ি যুদ্ধ থাকার পরও সবকিছু মিলিয়ে আমরা আমাদের যে লক্ষ্যমাত্রা তা অর্জন করতে পারবো বলেও আমি আশাবাদী।
আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, অনেকগুলো আইটেম আমাদের টার্গেট মতো এগোচ্ছে না। তারপরও কোথাও নেগেটিভ নেই, পজিটিভভাবেই এগোচ্ছে। গার্মেন্টস সেক্টর নিয়ে ভীতি অনেক দিনের। কিন্তু গার্মেন্টস সেক্টর নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। গার্মেন্টস সেক্টরের এ ধারা অব্যাহত থাকবে। আমরা ২০০৮ সালে শুনেছি রেডিমেন্টস গার্মেন্টস খারাপ হবে, কোটা চলে যাবে। কিন্তু সবার মুখে চুনকালি দিয়ে আমরা চ্যাম্পিয়ারের দিকে এগুচ্ছি।
মন্ত্রী বলেন, আইসিটিকে এবার আমরা বর্ষ পণ্য করেছি। এই সেক্টর নিয়ে আমরা ভিশন আশাবাদী। প্রধানমন্ত্রী আশা করেছেন ২০২৫ সালের মধ্যে ৫ বিলিয়ন ডলার আয় হবে আইসিটি থেকে। আমরা যদি সেখানে যেতে পারি, তাহলে ২০২৫ সালে আমরা ৮০ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের যে কথা বলেছি সেটা সম্ভব।
একুশে সংবাদ.কম/জ.ন.জা.হা
আপনার মতামত লিখুন :