AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০১ নভেম্বর, ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরকারি গেজেট থেকে নাম প্রত্যাহারের আবেদন ফরিদপুরের এক জুলাইযোদ্ধার


Ekushey Sangbad
ইযাজুল হক , ফরিদপুর
১১:০৯ পিএম, ৩১ অক্টোবর, ২০২৫

সরকারি গেজেট থেকে নাম প্রত্যাহারের আবেদন ফরিদপুরের এক জুলাইযোদ্ধার

ফরিদপুরের আবরাব নাদিম ইতু নামের এক জুলাইযোদ্ধা স্বেচ্ছায় তার নাম জুলাই আন্দোলন–সংশ্লিষ্ট সরকারি গেজেট এবং মাসিক ভাতাসহ সকল সরকারি সুযোগ–সুবিধা থেকে প্রত্যাহারের আবেদন করেছেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ফরিদপুরের জেলা প্রশাসকের কাছে দেওয়া এক লিখিত আবেদনে তিনি উল্লেখ করেন, জুলাইয়ের যৌক্তিক আন্দোলনে আহত হওয়ার কারণে তার নাম সরকারি গেজেটে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবে বর্তমানে তিনি মনে করছেন, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই আন্দোলনের চেতনা—দুর্নীতি ও লুটপাটমুক্ত দেশ গড়ার অঙ্গীকার—বাস্তবায়নে ব্যর্থ হয়েছে।

আবেদনে তিনি আরও লিখেছেন, “ফরিদপুরসহ দেশের বিভিন্ন প্রশাসনিক সেক্টরে অনিয়ম ও দুর্নীতি এখনো বহাল রয়েছে। কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। সিন্ডিকেট ব্যবস্থা ও অনিয়মের অবসান হয়নি।”

নিজের অবস্থান ব্যাখ্যা করে আবরাব নাদিম ইতু বলেন, “আমি সরকারি গেজেট থেকে আমার নাম প্রত্যাহারের আবেদন করছি এবং মাসিক ভাতা—যদিও কখনো গ্রহণ করিনি—তা থেকেও নিজেকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি দিচ্ছি। একইসঙ্গে, যদি আমি নিজেও কখনো কোনো অনিয়ম বা দুর্নীতির সঙ্গে জড়িত থাকি, তাহলে তদন্তসাপেক্ষে আমার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক।”

জেলা প্রশাসক বরাবর প্রেরিত এই আবেদনপত্রটি বর্তমানে প্রশাসনের বিবেচনাধীন রয়েছে বলে জানা গেছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!