বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা আয়োজনে দিনটি পালন করেছে গৌরীপুর উপজেলা ও পৌর যুবদল। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উত্তর জেলা যুবদলের সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামছুল হক শামছু (ভিপি শামছু)-এর নেতৃত্বে কালিপুরস্থ দলীয় কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন উত্তর জেলা যুবদলের সহসভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন ও ওয়াইজুল হক বিপ্লব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ তৌফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন মৃধা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম রিসাদ ও বিএনপি নেতা জাহাঙ্গীর খান পাঠানসহ অন্য নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবদল নেতা সোহেল রানা, মোজ্জামেল হক রাসেল, সাহেব আলী, নুরুজ্জামান, নাজমুল, রোকনুজ্জামান, এমদাদুল হক মিলন, হুমায়ুন কবির মনি, শহীদ, কাদির, রাছেল, নাছিম, শাহ আনোয়ার, শফিক, কাঞ্চন, সুজন, মিজান, রিপন, তাইজুল, মজনু মিয়া, শাহজাহান আহাম্মদ মিলনসহ যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেন এবং আগামীর বাংলাদেশ গঠনে যুবদলকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
একুশে সংবাদ/এ.জে
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                            
