পটুয়াখালীর বাউফল পৌর শহরের প্রাণকেন্দ্র পাবলিক মাঠে মেলা আয়োজন নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এ কারণে তারা মেলা বন্ধের জন্য পটুয়াখালী জেলা প্রশাসক ও বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
জানা গেছে, স্থানীয় একটি মহল বাউফল প্রেসক্লাবের ব্যানারে পৌর শহরের পাবলিক মাঠে মাসব্যাপী মেলার আয়োজন করেছে। ইতিমধ্যে মাঠজুড়ে মেলার অবকাঠামো নির্মাণের কাজ শুরু হয়েছে, যার অর্ধেকেরও বেশি কাজ শেষ হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, এই মাঠটি শহরের একমাত্র খেলার মাঠ। এখানে প্রতিদিন বিকেলে ফুটবল খেলা হতো, শিশুরা খেলাধুলা করতো, আর সন্ধ্যার পর স্থানীয়রা হাঁটাচলা করতেন। মেলার অবকাঠামো নির্মাণ শুরু হওয়ায় এসব কার্যক্রম বন্ধ হয়ে গেছে, ফলে তারা ক্ষোভ প্রকাশ করেছেন।
মাঠের চারপাশে রয়েছে আবাসিক বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, চারটি মসজিদ, দুইটি মাদ্রাসা, একটি সরকারি হাসপাতাল, একাধিক ক্লিনিক ও কিন্ডারগার্টেন স্কুল। স্থানীয়রা আশঙ্কা করছেন, মেলা বসলে পরিবেশ ও শব্দ দূষণ বৃদ্ধি পাবে এবং একমাত্র সড়কে তীব্র যানজট সৃষ্টি হবে।
রবিবার স্থানীয় ব্যক্তিবর্গ ও মুসুল্লিরা পাবলিক মাঠে মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে আবেদন জমা দিয়েছেন। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একই বিষয়ে আবেদন করা হয়েছিল।
পটুয়াখালী জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ সাংবাদিকদের বলেন, “আমি বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।”
পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, “আমি এ ধরনের কোনো মেলার অনুমতি দেইনি। এখনই স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দিচ্ছি।”
একুশে সংবাদ/এ.জে