জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, বাংলাদেশ চারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। যারা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে রাজনীতি করেছে, সচিব হয়েছে বা দেশের নিয়ন্ত্রণে রয়েছে, তাদের কারণে এই শিরোপা অর্জিত হয়েছে।
তিনি বলেন, “আমরা বাংলাদেশ থেকে দুর্নীতিকে বিতাড়িত করতে চাই। দুর্নীতিকে জিরোতে নিয়ে যেতে হবে। আমরা কেউ দুর্নীতি করবো না। দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে হবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অন্যান্য ডিগ্রিধারী দিয়ে দেশের পরিবর্তন হবে না।”
সোমবার (২০ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুরের কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে ক্যারিয়ার গাইডলাইন ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেজাউল করিম আরও বলেন, “আমরা শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতার সমন্বয়ে একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। নবীনরা শুধুমাত্র জ্ঞানের আলো জ্বালাবে না, তাদের জ্ঞানের আলো ও নৈতিকতার উদ্ভাসিত শক্তি দিয়ে গোটা জাতিকে গড়ে তুলতে হবে।”
চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে ও কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ শিবিরের সভাপতি আইয়ুব হোসেন ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নবনির্বাচিত (জাকসু) জিএস মাজহারুল ইসলাম, লক্ষ্মীপুর শহর শিবির সভাপতি একেএম ফরিদ উদ্দিন প্রমুখ।
একুশে সংবাদ/এ.জে