লক্ষ্মীপুরের রায়পুরে এক বিএনপি নেতার বাড়িতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। অভিযানের সময় অভিযুক্ত ব্যক্তি মো. বাদশা গাজী পালিয়ে যায়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি রায়পুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বাদশা গাজী চরবংশী ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক ও চরকাছিয়া গ্রামের মৃত আব্দুল আজিজ গাজীর ছেলে। রোববার (২০ অক্টোবর) ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
যৌথ অভিযান পরিচালনা করেন রায়পুর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। অভিযানের নেতৃত্ব দেন ক্যাপ্টেন মোহাম্মদ সাইয়্যিব হাসান। অভিযানের সময় পলাতক আসামি বাদশা গাজীর বাড়ি থেকে একটি বিদেশি অস্ত্র, দুটি রাইফেল এবং ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
দক্ষিণ চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন হাওলাদার মুঠোফোনে বলেন, “বাদশা গাজী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। আমার মনে হয় কেউ দলের ভাবমূর্তি ক্ষুন্ন করতে পরিকল্পিতভাবে তাকে ফাঁসিয়েছে।”
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি থানায় জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। আসামিকে আটক করার চেষ্টা চলছে।”
একুশে সংবাদ/এ.জে