AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোটচাঁদপুর থানা পুলিশের অভিযানে মোটরসাইকেলসহ গ্রেফতার ৭ ছিনতাইকারী


Ekushey Sangbad
সুব্রত কুমার, কোটচাঁদপুর, ঝিনাইদহ
০৫:০৯ পিএম, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

কোটচাঁদপুর থানা পুলিশের অভিযানে মোটরসাইকেলসহ গ্রেফতার ৭ ছিনতাইকারী

কোটচাঁদপুর থানা পুলিশের অভিযানে ২৫ দিনে উদ্ধার হয়েছে ৩টি মোটরসাইকেল ও ১টি ভ্যান। এ সময় গ্রেফতার হয়েছেন ৭ জন ছিনতাইকারী ও ১ জন চোর। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন (ওসি) কবির হোসেন মাতুব্বর।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গেল ২২-০৮-২৫ তারিখে কোটচাঁদপুর বলুহর গ্রামের শেখপাড়ার ভ্যানচালক সাঈদ শেখের ভ্যানটি ছিনতাই হয়। যা ১৪-০৯-২৫ তারিখ রাতে ঝিকরগাছা থেকে উদ্ধার করেন কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম। এ সময় ছিনতাইকারী শরিফুল ইসলাম (শরিফ)কে আটক করা হয়। তিনি কোটচাঁদপুর বিদ্যাধরপুর গ্রামের শহিদ হোসেনের ছেলে।

এর আগে ২৭-০৬-২৫ তারিখে কোটচাঁদপুর কলেজ বাসস্ট্যান্ড এলাকার ভূষিমাল ব্যবসায়ী লিটন হোসেনের হিরো হোন্ডা মোটরসাইকেলটি দোকানের সামনে থেকে চুরি হয়ে যায়। সেই মোটরসাইকেলটি ১৩-০৮-২৫ তারিখে কালিগঞ্জের মঙ্গলপোতা বাজারে অভিযান চালিয়ে উদ্ধার করেন উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে হৃদয় হোসেনকে গ্রেফতার করা হয়।

গেল ২০-০৮-২৫ তারিখ রাতে কোটচাঁদপুরের নারায়ণপুর গ্রামের বাবলুর রহমানের মোটরসাইকেলসহ বিভিন্ন জিনিসপত্র ছিনতাই হয়। এ ঘটনায় তিনি কোটচাঁদপুর থানায় মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে উপপরিদর্শক (এসআই) মাসুম বেল্লা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ ছিনতাইকারীকে গ্রেফতার করেন এবং ২টি মোটরসাইকেল উদ্ধার করেন।

গ্রেফতারকৃতরা হলেন—চুয়াডাঙ্গার জীবননগর মাধবপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে মোজাহিদুল ইসলাম (মানিক) (৪১), ঝিনাইদহের শৈলকুপা থানার জালশুকা গ্রামের মুকুল শিকদারের ছেলে টুটুল শিকদার (৩৫), মোকাদ্দেস হোসেন (মোকা) (৪৫), ঝিনাইদহ সদর তেতুলবাড়িয়া গ্রামের আবুবক্করের ছেলে রিপন হোসেন (৩৩), ইবি থানার উজান গ্রামের আফিল উদ্দীনের ছেলে শাহিন (২৫), ইবি থানার বেড়বাড়াদী (হরিনারায়নপুর) গ্রামের আফান শেখের ছেলে দুলাল শেখ (৪৫) ।

এ ছাড়া ২৬-০৮-২৫ তারিখে কোটচাঁদপুরের সলেমানপুর গ্রামে জেলা গোয়েন্দা শাখার পুলিশ অভিযান চালায়। এ সময় দুইটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। চোরাই মোটরসাইকেল রাখার অভিযোগে আটক হন মহিনুর বিশ্বাস (খোকন)।

এ ব্যাপারে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, “উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা মোতাবেক আমরা কাজ করছি। সব বিষয়েই আমরা তৎপর আছি। এ কারণেই দ্রুত এসব ঘটনা শনাক্ত করে চোর ও মালামাল উদ্ধার করা সম্ভব হচ্ছে।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি আরও বলেন, “দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তারপরও এসব ঘটনা নিয়ে আমরা কাজ করছি।”

 

একুশে সংবাদ/ঝি.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!