AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নড়াইলে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার নাটক: সদর থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪


Ekushey Sangbad
উজ্জ্বল রায়, নড়াইল
০৬:১৭ পিএম, ৬ সেপ্টেম্বর, ২০২৫

নড়াইলে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার নাটক: সদর থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪

নড়াইলে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার নাটক রচনা করা চারজনকে সদর থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সদর উপজেলার তপনভাগ গ্রামের নিখোঁজ যুবক ইব্রাহিম মোল্যাকে (৩৮) উদ্ধার করেছে। তবে ইব্রাহিম নিজেই জানিয়েছেন, ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার বিষয়টি সাজানো ঘটনা।

শনিবার (৬ সেপ্টেম্বর) এসব তথ্য নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম।

ওসি সাজেদুল ইসলাম জানান, সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের তপনভাগ গ্রামের আবদুর রহমান মোল্যার ছেলে ইব্রাহিম মোল্যাকে গত সোমবার ভোররাতে তিনজন অজ্ঞাত ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ ওঠে। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, পরিকল্পিতভাবে মানববন্ধন, প্রতিপক্ষের নামে মিথ্যা মামলা দায়ের এবং জিডি করার জন্য বিভিন্নভাবে চাপ দেওয়া হয়েছিল। পরে ইব্রাহিমের স্ত্রীর আবেদনের ভিত্তিতে নড়াইল সদর থানায় একটি জিডি করা হয়।

তিনি আরও জানান, সদর থানা ও গোয়েন্দা পুলিশ গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে যশোর জেলার কোতয়ালী থানার বিহারি কলোনি এলাকায় ইব্রাহিমের ভাই ডালিম হোসেনের বাড়ি থেকে তাকে উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে ইব্রাহিম জানিয়েছেন, জলমহাল সংক্রান্ত বিরোধের কারণে প্রতিপক্ষকে হয়রানি করা এবং পরিবারের কাছে দেনা থাকার কারণে তিনি ও তার স্ত্রী, পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে যোগসাজশ করে স্বেচ্ছায় আত্মগোপন করেছিলেন।

পরবর্তীতে ইব্রাহিমের স্ত্রী মোসা. ইরানী খাতুন, ভাই রুহুল আমিন ও চাচা রমজান আলীকে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করেছেন যে, পুরো ঘটনা একটি সাজানো নাটক।

মিথ্যা দোষারোপ এবং পুলিশকে হয়রানির অভিযোগে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হায়াৎ মাহমুদ খাঁন বাদী হয়ে তাদের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন।

 

একুশে সংবাদ/ন.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!