AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লাখো মুসল্লির অংশগ্রহণে চট্টগ্রামে মিলাদুন্নবী উদযাপন


Ekushey Sangbad
আসগর সালেহী, চট্টগ্রাম
০৬:০৭ পিএম, ৬ সেপ্টেম্বর, ২০২৫

লাখো মুসল্লির অংশগ্রহণে চট্টগ্রামে মিলাদুন্নবী উদযাপন

চট্টগ্রামে দেশের বৃহত্তম ও ৫৪তম ঐতিহ্যবাহী জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টার পর নগরের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানকা থেকে শুরু হওয়া এই জশনে লাখো ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। তবে শোভাযাত্রায় পদদলিত হয়ে ২ জনের মৃত্যু এবং একটি অস্থায়ী ব্রিজ ভেঙে অন্তত ৫০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

জুলুসকে ঘিরে ষোলশহর, বিবিরহাট, মুরাদপুর, বহদ্দারহাট, দুই নম্বর গেট, জিইসি, লালখান বাজার, ওয়াসাসহ আশপাশের এলাকাগুলো জনসমুদ্রে পরিণত হয়। অংশগ্রহণকারীদের কণ্ঠে ভেসে আসে— “আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ” ধ্বনি। আয়োজকরা জানিয়েছেন, এবারের জুলুসে প্রায় ৪০ লাখ মানুষের সমাগম ঘটেছে।

নির্ধারিত সময় সকাল ৮টা হলেও ভোর ৬টা থেকেই চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ছাড়াও কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি থেকে ট্রাক ও ব্যক্তিগত গাড়ি নিয়ে মানুষ আসতে শুরু করেন। কালেমা খচিত পতাকা, বিশেষ টুপি ও পাঞ্জাবি পরে তারা শোভাযাত্রায় যোগ দেন। অতিরিক্ত ভিড়ের কারণে মুরাদপুর এলাকায় পদদলিত হয়ে দুইজনের মৃত্যু হয়। এছাড়া ষোলশহর এলাকায় একটি অস্থায়ী ব্রিজ ভেঙে আহত হন অন্তত ৫০ জন।

সরেজমিনে দেখা যায়, প্রচণ্ড গরম উপেক্ষা করে মাইলের পর মাইল হেঁটে জুলুসে যোগ দেন আশেকে রাসূলরা। পথে পথে শরবত, পানি, রুটি, জিলাপি, খেজুর, কলা, চকলেট বিতরণ করে আপ্যায়ন করা হয়। লাখো মুসল্লি হামদ, নাতে রাসূল, দরুদ ও স্লোগানে কণ্ঠ মিলিয়ে অগ্রসর হন।

জুলুস উপলক্ষে ষোলশহর এলাকায় ঐতিহ্যবাহী নানা পণ্যের মেলা বসে। আতর, টুপি, তসবিহ, পাঞ্জাবি, ইসলামি বই, খাবার, শরবত, ফলমূল, চা, নাশতা, বিরিয়ানি, পতাকা, মাথার ফিতা ও ব্যাজ বিক্রি করেন ব্যবসায়ীরা। সপ্তাহখানেক আগে থেকেই নগরের অলিগলি সেজে ওঠে ব্যানার, ফেস্টুন, জাতীয় পতাকা ও আনজুমানের পতাকায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জুলুসটি বিবিরহাট, মুরাদপুর, ষোলশহর দুই নম্বর গেট, জিইসি ঘুরে একই পথে ফিরে আসবে জামেয়া মাদ্রাসার জুলুস মাঠে। শরিয়তসম্মত পরিবেশ বজায় রাখতে আনজুমান ট্রাস্ট এ বছরও জাতীয় পতাকা ও নিজেদের পতাকা ছাড়া অন্য কোনো পতাকা, ড্রামসেট, নারীর অংশগ্রহণ ও খাবার নিক্ষেপ নিষিদ্ধ করেছে। সমাপনী মাহফিল ও জোহর নামাজ শেষে দেশ-জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হবে।

আনজুমানের মুখপাত্র অ্যাডভোকেট মেছহাব উদ্দিন বখতিয়ার বলেন, “সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসন ও স্বেচ্ছাসেবকদের নির্দেশনা আগে থেকেই দেওয়া হয়েছে।”
আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন জানান, “রাসুল (সা.)-এর শুভাগমনের ১৫০০ বছর পূর্তি ও আনজুমান ট্রাস্টের শতবর্ষপূর্তির এ বছর চট্টগ্রামের জশনে জুলুস ইতিহাসের অন্যতম বৃহৎ সমাবেশে রূপ নিয়েছে।”

 

একুশে সংবাদ/চ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!