চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার মসজিদকে লক্ষ্য করে এক যুবকের ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শনের অভিযোগকে ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে ফটিকছড়ি থেকে গাড়িবহর নিয়ে জশনে জুলুশে অংশ নিতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, আরিয়ান ইব্রাহিম নামের ওই যুবক মাদ্রাসার মসজিদের সামনে অশোভন ইঙ্গিত প্রদর্শন করেন। পরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে লেখেন—“কিয়ামতের আগ পর্যন্ত জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী চলমান থাকবে ইনশাআল্লাহ।”
পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এ নিয়ে ‘হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ’ নামে প্যাডে শিক্ষার্থীরা তিন দফা দাবি উত্থাপন করেন—
১. মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনকে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
২. হাটহাজারী বাসস্ট্যান্ড থেকে মেডিকেল মোড় পর্যন্ত এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে।
৩. গান-বাজনার নামে শিক্ষার ক্ষতি ও কবরস্থানের শানে বেয়াদবি বন্ধ করতে হবে।
শিক্ষার্থীরা সতর্ক করে বলেন, এসব বিশৃঙ্খলা বন্ধ না হলে পরিস্থিতি যেকোনো সময় অবনতির দিকে যেতে পারে।
এদিকে ফটিকছড়ি উপজেলা প্রশাসন জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিষ্ঠানের প্রতি অবমাননাকর আচরণের ঘটনায় অভিযুক্ত আরিয়ান ইব্রাহিমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে। তার সংগঠনকেও দলীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো হয়েছে।
অন্যদিকে ফটিকছড়ি পৌরসভা ছাত্রদল এক বিবৃতিতে জানায়, আরিয়ান ইব্রাহিম কোনোভাবেই ছাত্রদলের সঙ্গে জড়িত নয়। তিনি নিজেকে পৌরসভা ৩নং ওয়ার্ড শাখার সভাপতি পরিচয় দিয়ে মিথ্যাচার করেছেন। বিবৃতিতে আরও বলা হয়, ছাত্রদল একটি সুশৃঙ্খল ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী সংগঠন। আরিয়ান ইব্রাহিমের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে সংগঠন প্রশাসনের কাছে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।
স্থানীয় সূত্র জানায়, এ ঘটনার পর হাটহাজারী এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দ্রুত ব্যবস্থা না নিলে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
একুশে সংবাদ/চ.প্র/এ.জে