ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচা থানা বিএনপির সাবেক সভাপতি, চর মানিকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এডভোকেট অধ্যাপক রেজাউল করিম খন্দকার ও বিএনপি নেতা আবু তাহের মাস্টারকে হত্যাচেষ্টা মামলায় জড়িতদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে এবং বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার চূড়ান্ত প্রতিবেদনের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় দক্ষিণ আইচা বাজার জিরো পয়েন্টে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন দক্ষিণ আইচা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি মাওলানা আবুল বাসার হেলালী।
এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কয়সর আহমেদ কমল, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও নীলকমল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মিয়া, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম ভুট্রু, দক্ষিণ আইচা থানা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট রেজাউল করিম খন্দকার, উপজেলা যুবদলের আহ্বায়ক শহীদুল আলম প্রিন্স, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম, সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেল, উপজেলা যুবদল নেতা শামীমুল ইসলাম, রসুলপুর ইউনিয়ন বিএনপি সভাপতি ছালাউদ্দিন মিয়া, নজরুল নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গজনবী হাওলাদার ও দক্ষিণ আইচা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সবুজ খান।
অন্যান্য উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক আহসান উল্লাহ বাহার, দপ্তর সম্পাদক কামাল গোলদার, উপজেলা বিএনপি নেতা অধ্যক্ষ মহিউদ্দিন বাচ্চু, সাবেক উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম, মাদ্রাজ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান ফকরুল ইসলাম শাহিন মালতিয়া, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ হারুন অর রশিদ, পৌর যুবদল আহ্বায়ক আবু বকর মিল্টন প্রমুখ।
বক্তারা বলেন, চর মানিকা ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান এডভোকেট রেজাউল করিম খন্দকারকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে তাকে হত্যাচেষ্টা করা হয়েছে। তাতেও তারা সফল না হওয়ায় তার চরিত্রহানির চেষ্টা চালাচ্ছে। তারা দ্রুত আসামিদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট বিভাগের প্রতি জোর দাবি জানিয়েছেন।
বিক্ষোভ সমাবেশে কয়েক হাজার বিএনপি নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ভো.প্র/এ.জে