ঢাকার সাভারের আশুলিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহ সিমেন্ট কোম্পানির কভার্ডভ্যান চালক শামীম হোসেন হত্যাকাণ্ডে জড়িত পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার(৩০ আগস্ট) আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃতরা গত সোমবার ভোর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বিশমাইলে শাহ সিমেন্ট কোম্পানির সিমেন্টবোঝাই কভার্ডভ্যান লুটের উদ্দেশ্যে চালককে ছুরিকাঘাতে আহত করে। এ সময় চালকের অবস্থা আশঙ্কাজনক হলে ছিনতাইকারীরা সিমেন্টবোঝাই কভার্ডভ্যান লুট না করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা চালক শামীম হোসেনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতের স্বজনরা মামলা দায়ের করলে আশুলিয়া থানা পুলিশ ও ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ যৌথভাবে হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল দিনভর আশুলিয়া, সাভার ও মানিকগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত পাঁচ পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আজ তাদের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/ঢা.প্র/এ.জে