অসামাজিক কার্যকলাপের অভিযোগে ময়মনসিংহ উত্তর জেলা তাঁতি দলের সদস্য সচিব রওনক আহমেদ আজিজুল (৩৬) কে নারীসহ আটক করেছে সেনাবাহিনী। শনিবার (২৩ আগস্ট) রাত ১২টার দিকে তারাকান্দা উপজেলার গোয়াতলা শসার বাজার এলাকায় কেডিএম অটো রাইস মিল থেকে তাদের আটক করা হয়।
এ সময় আজিজুলের বন্ধু মো. সজিব (৩৪) এবং ২৪ বছর বয়সী এক নারীকেও আটক করা হয়।
স্থানীয় ব্যবসায়ী আব্দুল হেলিম বলেন, “বিভিন্ন সময় শোনা যেত ওই মিলটিতে অসামাজিক কার্যকলাপের কথা। আজকের ঘটনায় প্রমাণ মিলল। আমরা চাই, কোথাও যেন এমন কর্মকাণ্ড না ঘটে।”
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ টিপু সুলতান জানান, রাতের অভিযানে সেনাবাহিনী আজিজুল, তাঁর বন্ধু সজিব এবং এক নারীকে আটক করে থানায় সোপর্দ করেছে। তারা অসামাজিক কাজে লিপ্ত ছিল। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ উত্তর জেলা তাঁতি দলের আহ্বায়ক আনিছুর রহমান আনিছের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
একুশে সংবাদ/ম.প্র/এ.জে