বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে কাঁচপুর সেনপাড়া মসজিদ মার্কেটে সোনারগাঁ উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল রহমান স্বপ্নন, সনমান্দী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান আলী সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ প্রধান, সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির উদ্দীন, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ুর পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোসহ প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
একুশে সংবাদ/না.প্র/এ.জে