ভৈরবে আওয়ামী লীগের এক নেতা ও মহিলা আওয়ামী লীগের এক নেত্রীর বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ উঠেছে। এ বিষয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ভৈরব প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন স্থানীয় রফিকুল ইসলাম। তিনি ইতালি আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন ও তার স্ত্রী, ভৈরব মহিলা আওয়ামী লীগ নেত্রী মোমেনা আক্তার নিলির বিরুদ্ধে এই অভিযোগ তোলেন। এ সময় মো. সুমন, কাউসার কবির চৌধুরী, জেনিফা কবির চৌধুরীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ভৈরব পৌরসভার কমলপুর এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম অভিযোগ করেন, তার বসতবাড়ির পাশের ২০.৫০ শতক পৈতৃক ভূমি তিনি ও তার দুই ভাই দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। সিএস ও আরএস দাগে মালিকানা রয়েছে তাদের বাপদাদার, আর বিএস দাগে মালিকানা তাদের তিন ভাইয়ের নামে। অভিযোগ অনুযায়ী, জসিম উদ্দিন ও তার স্ত্রী ক্ষমতার প্রভাব খাটিয়ে উক্ত জমি জোরপূর্বক দখল করে সেখানে দেয়াল নির্মাণ করছেন।
রফিকুল আরও জানান, এ বিষয়ে তিনি ভাইদের নিয়ে কিশোরগঞ্জ আদালতে মামলা ও ভৈরব থানায় একটি জিডি করেছেন। থানা পুলিশ নিষেধাজ্ঞা দিলেও অভিযুক্তরা তা অমান্য করে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। তার দাবি, জসিম উদ্দিন স্থানীয় সন্ত্রাসী শাহাদাৎ, রুস্তম, চুন্নু, বশির প্রমুখের সহযোগিতায় দখল কার্যক্রম চালাচ্ছেন। যদিও জসিম উদ্দিন ইতালি প্রবাসী, তবে দেশে ফিরে তিনি স্ত্রীকে নিয়ে দখলবাজিতে লিপ্ত হয়েছেন বলে অভিযোগকারীর দাবি।
এছাড়া কমলপুর এলাকার মো. সুমন নামে আরও একজন অভিযোগ করেন, তিনি জসিম উদ্দিনের শ্যালকের কাছ থেকে ৪ শতক জমি ক্রয় করেছেন। কিন্তু সেই জমিও দখল করে দেয়াল নির্মাণ করছেন অভিযুক্তরা। পুলিশের বাধা সত্ত্বেও তারা কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ ওঠে।
অভিযোগকারীরা তাদের জমি উদ্ধারে এবং দখল ও হয়রানি থেকে রেহাই পেতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
একুশে সংবাদ/কি.প্র/এ.জে