AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি


Ekushey Sangbad
আব্দুল বাতেন, রাজশাহী
০১:৫৩ পিএম, ১৪ আগস্ট, ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি

সকল ধরনের বৈষম্য দূরীকরণ ও প্রাতিষ্ঠানিক সুবিধা পুনর্বহালের দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

বৃহস্পতিবার (১৪ আগস্ট)সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি চলে। এতে বিভিন্ন অনুষদের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

আন্দোলনকারীরা জানান, নতুন কোনো দাবি তারা উত্থাপন করেননি; বরং দীর্ঘদিন ধরে ভোগ করা প্রাপ্য অধিকার ও সুবিধা ফিরিয়ে দেওয়ার দাবিতেই কর্মসূচি পালন করছেন। তাদের অভিযোগ, বহু বছর ধরে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা সন্তানদের পড়াশোনা, চিকিৎসা, বাসস্থানসহ নানা প্রাতিষ্ঠানিক সুবিধা ভোগ করে আসছিলেন। কিন্তু সম্প্রতি কিছু শিক্ষার্থী এসব সুবিধার বিরোধিতা করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তা বন্ধ করে দেয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর আমিনুল ইসলাম বলেন, “যখন শিক্ষার্থীরা স্বৈরাচার সরকারের বিরুদ্ধে চাকরির কোটা সংস্কার আন্দোলন করছিল, তখন তারা ক্যাম্পাসে দাঁড়াতেও ভয় পেতো। সেসময় আমরাই তাদের পাশে দাঁড়িয়ে আন্দোলনকে বেগবান করেছি। অথচ এখন সেই শিক্ষার্থীরাই ৫ আগস্টের পর থেকে আমাদের সুবিধার বিরুদ্ধে আন্দোলন করে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে। এটি অত্যন্ত অমানবিক।”

শিক্ষক-কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে জানান, দ্রুত সব সুবিধা পুনর্বহাল না হলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

 

একুশে সংবাদ/রা.প্র/এ.জে

Link copied!