গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া মোড় এলাকায় পোলার আইসক্রিমের একটি কাভার্ড ভ্যান ও এমাদ পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন কাভার্ড ভ্যানের চালক ও পোলার কোম্পানির এক ম্যানেজার।
মঙ্গলবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা পোলার আইসক্রিমের কাভার্ড ভ্যানটি আচমকা ডান দিক থেকে বাম দিকে ঘুরতে গেলে পিরোজপুরগামী এমাদ পরিবহনের বাসটির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে উভয় যানবাহনের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং দুইজন গুরুতর আহত হন।
আহতদের দ্রুত উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জানায়, দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও দ্রুত ব্যবস্থা নিয়ে সড়ক স্বাভাবিক করা হয়। এ বিষয়ে তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/গো.প্র/এ.জে