আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলার চারটি সংসদীয় আসনে আগাম নির্বাচনি প্রচারণা জমে উঠেছে। সম্ভাব্য ও চূড়ান্ত প্রার্থীরা স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ শুরু করেছেন। তৃণমূল পর্যায়ে বিএনপি, জামায়াত, এনসিপি, বিজেপি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন দল সাংগঠনিক প্রস্তুতি নিচ্ছে।
জেলা জুড়ে পোস্টার, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে অলিগলি ও পাড়া-মহল্লা। কেন্দ্রীয় কর্মসূচি, কেন্দ্র কমিটি গঠন ও সদস্য সংগ্রহের কাজও শেষ পর্যায়ে। তবে বিএনপিতে একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকায় তৃণমূলে কিছুটা অস্বস্তি রয়েছে।
আসনভিত্তিক প্রার্থী সম্ভাবনা
ভোলা-১ (সদর): বিএনপি থেকে জেলা আহ্বায়ক গোলাম নবী আলমগীর, বিজেপি থেকে চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ, জামায়াত থেকে নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন থেকে মাওলানা ওবায়দুর রহমান বিন মোস্তফার নাম শোনা যাচ্ছে।
ভোলা-2 (বোরহানউদ্দিন–দৌলতখান): বিএনপির সাবেক এমপি হাফিজ ইব্রাহিম এগিয়ে, জামায়াত থেকে মাওলানা ফজলুল করিম প্রার্থী হতে পারেন।
ভোলা-৩ (লালমোহন–তজুমদ্দিন): বিএনপিতে এককভাবে মেজর অব. হাফিজ উদ্দিন আহম্মেদ এগিয়ে আছেন। বিডিপি থেকে মহাসচিব নিজামুল হক নাঈমের নাম শোনা গেলেও অন্য দলের তৎপরতা নেই।
ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা): বিএনপির সাবেক এমপি নাজিম উদ্দিন আলম, অ্যাডভোকেট ছিদ্দিকুল্লা ও নুরুল ইসলাম নয়ন আলোচনায়। জামায়াত থেকে অধ্যক্ষ মোস্তফা কামাল এবং ইসলামী আন্দোলন থেকে কামাল উদ্দিন সম্ভাব্য প্রার্থী।
বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর বলেন, “একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকা স্বাভাবিক। কেন্দ্র যাকে মনোনয়ন দেবে, সবাই তার পক্ষেই কাজ করব।”
জামায়াতের জেলা নায়েবে আমির নজরুল ইসলাম জানান, চার আসনেই তাদের প্রার্থী চূড়ান্ত, কমিটি ও সদস্য সংগ্রহ সম্পন্ন।
এনসিপির জেলা সমন্বয়ক মেহেদী হাসান শরীফ বলেন, প্রার্থী এখনও চূড়ান্ত না হলেও নির্বাচনের প্রস্তুতি চলছে।
আগামী বছরের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে ভোলার রাজনৈতিক মাঠ দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে।
একুশে সংবাদ/ভো.প্র/এ.জে