সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে উপজেলার ধানগড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ অনুষ্ঠান হয়। জনসাধারণের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে এই আয়োজন করে থানা পুলিশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম মাসুদ রানা এবং সঞ্চালনা করেন পাঙ্গাসী পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাবলু কুমার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান হাফিজ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হক, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মো. আলী মর্তুজা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, কৃষক দলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম এবং ধানগড়া ইউনিয়নের বিট পুলিশ কর্মকর্তা এসআই নীলকমল প্রমুখ।
সভায় বক্তারা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল, চাঁদাবাজি, সন্ত্রাস, চুরি, ডাকাতি ও ছিনতাই দমনে পুলিশের কার্যকর পদক্ষেপের প্রশংসা করেন এবং বাজার এলাকায় যানজট নিরসনে পুলিশের আরও সক্রিয় সহযোগিতা কামনা করেন।
একুশে সংবাদ/সি.প্র/এ.জে