ময়মনসিংহের নান্দাইলে ‘জুলাই পুনর্জাগরণ উদযাপন-২০২৫’ উপলক্ষে মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক সারমিনা সাত্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া নিহত শহীদ ও আহতদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
এরপর বর্ণাঢ্য মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে ফিরে এসে ‘জুলাই পুনর্জাগরণ’ বিষয়ক আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ফয়জুর রহমান, ওসি (তদন্ত) মোজাহিদুল ইসলাম, সাবেক পৌর মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুল, উপজেলা জামায়েতের আমীর কাজী শামসুদ্দিন, উপজেলা বিএনপি নেতা আবুল কালাম আজাদ, আনোয়ার হোসেন মাস্টার, নজরুল ইসলাম ফকির, মাসুম খান, আলমগীর হোসেন, কামরুজ্জামান খোকন, এইচ.এম এমাদুদল হক, গণঅধিকার পরিষদের নেতা মাহবুব আলম মাহবুব, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, জুলাই যোদ্ধা এবং স্কাউট দল।
সমগ্র অনুষ্ঠান শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
একুশে সংবাদ/ম.প্র/এ.জে