চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মজুমাল তালুকদার বাড়ি সংলগ্ন এলাকায় সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে তিনটি ঘর ভস্মীভূত হয়েছে। গতকাল শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
পরদিন রবিবার (৪ আগস্ট) ভস্মীভূত ঘরগুলো পরিদর্শন করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ।
ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ লিটার সয়াবিন তেল, প্রয়োজনীয় মশলা, বিস্কিট, নুডলস, দুটি করে কম্বল ও ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের এমন দ্রুত সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে স্বস্তি এনে দেয়।
একুশে সংবাদ/চ.প্র/এ.জে