AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁদপুরে সরবরাহ বাড়ায় ইলিশের দাম কমেছে



চাঁদপুরে সরবরাহ বাড়ায় ইলিশের দাম কমেছে

মৌসুমের শুরুতে চাঁদপুরের মাছঘাটে পর্যাপ্ত সরবরাহ না থাকলেও হঠাৎ করেই আড়তে ইলিশের সরবরাহ বেড়েছে কয়েকগুণ। সরবরাহ বাড়ায় প্রতি কেজিতে ইলিশের দাম কমেছে ২০০ থেকে ৩০০ টাকা। আগে যেখানে দিনে ৫০–৬০ মণ ইলিশ আসতো, এখন প্রতিদিন ঘাটে আসছে ৪০০–৫০০ মণ।

রবিবার (২৭ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর বড়স্টেশন মাছঘাট ছিল ক্রেতা-বিক্রেতার ভিড়ে সরগরম। দেশের অন্যতম বড় এই মৎস্য অবতরণ কেন্দ্রে জমজমাট লেনদেনের চিত্র দেখা গেছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, চাঁদপুরের পদ্মা-মেঘনায় আশানুরূপ ইলিশ ধরা না পড়লেও দক্ষিণাঞ্চল থেকে আসা ইলিশে মুখর আড়তগুলো। নদী ও সড়কপথে প্রচুর ইলিশ এসে পৌঁছেছে চাঁদপুর মাছঘাটে, ফলে কিছুটা কমেছে বাজারদর।

ইলিশ কিনতে আসা আব্দুল আহাদ বলেন, “ঘাটে এসে প্রচুর ইলিশ দেখলাম। মাঝেমধ্যে আসলেও আজ বাজার বেশ জমজমাট। দাম কিছুটা কমেছে, তবে আরও কমা দরকার। আশা করি, সামনে আরও সরবরাহ বাড়লে দাম নাগালের মধ্যে আসবে।”

ইলিশ ব্যবসায়ী কামাল হোসেন বলেন, “গত দুই দিন ধরে কিছু ইলিশ আসতে শুরু করেছে। তবে চাহিদার তুলনায় এখনও সরবরাহ কম। সরবরাহ যত বাড়বে, দাম ততই কমবে।”

চাঁদপুরের বাজারে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২১০০–২২০০ টাকায়। অথচ গত সপ্তাহে এই ওজনের ইলিশ বিক্রি হয়েছিল ২৫০০–২৭০০ টাকায়। অন্যদিকে, ৭০০–৮০০ গ্রাম ওজনের ইলিশ ১৯০০–২০০০ টাকায় বিক্রি হচ্ছে।

চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার বলেন,
“হঠাৎ করেই ইলিশের সরবরাহ বেড়েছে, যা দু’দিন আগেও ছিল না। গত সপ্তাহের তুলনায় দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে। আজ প্রায় ৪০০–৫০০ মণ ইলিশ এসেছে। তবে সামনে যদি এ সরবরাহ ধরে না রাখা যায়, তাহলে দাম আবার বাড়ার আশঙ্কা রয়েছে। এই সপ্তাহজুড়ে হয়তো দাম কিছুটা সহনীয় থাকবে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!