AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আনোয়ারা সেন্টার-মহালখান বাজার সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী



আনোয়ারা সেন্টার-মহালখান বাজার সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক সেন্টার-মহালখান বাজার সড়কের বেহাল দশা চরম দুর্ভোগে ফেলেছে এলাকাবাসীকে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটির বিভিন্ন অংশে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। ইট বসানো এই সড়কের অধিকাংশ জায়গায় ইট ভেঙে গিয়ে রাস্তা এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতায় সড়কটি একেবারে অচল হয়ে পড়ে। তার ওপর রাস্তায় ভাসমান দোকান বসায় পথচারী ও যানবাহনের চলাচলে মারাত্মক ভোগান্তির সৃষ্টি হচ্ছে। স্কুলগামী শিক্ষার্থী, রোগী পরিবহন এবং বাজারে যাতায়াতকারী সাধারণ মানুষ প্রতিনিয়ত দুর্ভোগে পড়ছেন।

এলাকাবাসী দীর্ঘদিন ধরেই সড়কটি সংস্কারের দাবি জানিয়ে আসছেন। কিন্তু এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি স্থানীয় প্রশাসন। একাধিকবার আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনে তাঁকে পাওয়া যায়নি।

ভুক্তভোগীদের প্রশ্ন—এত গুরুত্বপূর্ণ একটি সড়কের করুণ অবস্থা কি কর্তৃপক্ষের নজরে আসেনি? তারা দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন।

 

একুশে সংবাদ/চ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!