কালীগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩২ জন কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানটি উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শনিবার (২৬ জুলাই) দুপুরে নাগরী ইউনিয়নের কালব রিসোর্টে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ এএসএম আমানউল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মাস্টার হুমায়ুন কবীর। গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন স্বাগত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হোসেন আরমান, বিএনপি নেতা আশরাফী হাবিবুল্লাহ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে জুলাই আন্দোলন ও মাইলস্টোন স্কুলের প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।
একুশে সংবাদ/গা.প্র/এ.জে