কুড়িগ্রামের উলিপুরে শিক্ষার মান উন্নয়ন ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শনিবার (২৬ জুলাই) দুপুরে সাকসেস রেসিডেন্সিয়াল স্কুল ও নওয়াব বেনু ক্যাডেট মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে নওয়াব বেনু ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক সাইদুল ইসলাম খন্দকার বলেন, “সন্তানের মেধার পরিচর্যা আমাদের দায়িত্ব। অভিভাবকরা তাদের সন্তানদের নিয়মিত স্কুলে পাঠাবেন।” তিনি আরও জানান, ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে উলিপুর উপজেলা তৃতীয় স্থান অধিকার করেছে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে প্রধান শিক্ষক ওহাব আলী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভবেশ চন্দ্র সরকার, শিক্ষার্থী অভিভাবক নুরুল হুদা, ফয়জার রহমান, ফাতেমাদুজ্জহুরা প্রমুখ বক্তব্য রাখেন।
একুশে সংবাদ/কু.প্র/এ.জে