AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দ্বিতীয় বিবাহ করায় বাবাকে চিঠি লিখে মেয়ের আত্মহত্যা


Ekushey Sangbad
আতাউর শাহ্, নওগাঁ জেলা প্রতিনিধি
০৫:৫৪ পিএম, ২৬ জুলাই, ২০২৫

দ্বিতীয় বিবাহ করায় বাবাকে চিঠি লিখে মেয়ের আত্মহত্যা

নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর বাজারে বাবার দ্বিতীয় বিবাহ ও মাকে তালাক দেওয়াকে কেন্দ্র করে বাবার প্রতি অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে আফরিন আক্তার রিভা (১৫) নামের এক কিশোরী। আত্মহত্যার আগে সে বাবার উদ্দেশ্যে একটি আবেগময় চিঠি লিখে রেখে যায়। ঘটনার পর থেকেই তার বাবা ও সৎ মা পলাতক রয়েছে।

নিহত আফরিন আক্তার রিভা পার্শ্ববর্তী পত্নীতলা উপজেলার কাটাবাড়ি গ্রামের আকবর হোসেনের মেয়ে এবং মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণির ছাত্রী।

থানা সূত্রে জানা যায়, রিভার বাবা আকবর হোসেন পরিবারসহ মান্দা উপজেলার প্রসাদপুর বাজারসংলগ্ন বড়পই গ্রামের ডা. আব্দুল সালামের বাসায় ভাড়া থাকতেন। প্রায় দুই মাস আগে তিনি দ্বিতীয় বিবাহ করেন এবং তিনদিন আগে রিভার মাকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেন। এরপর রিভা ও তার ছোট ভাই একা হয়ে পড়ে। এরই মধ্যে শুক্রবার (২৫ জুলাই) রাতে কোনো একসময় সে তার শয়নকক্ষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ জেলা মর্গে পাঠানো হয়।

মৃত্যুর আগে বাবার উদ্দেশ্যে লেখা চিঠি হুবহু তুলে ধরা হলো:

শ্রদ্ধেয় মো. আকবর হোসেন,
আপনি ঠিক কতটা খারাপ হয়ে গেছেন তা বলে বোঝানো যাবে না। আপনি আরেকটা মেয়েকে নিয়ে এসে বলছেন, “এটাই তোমার মা।” আপনি যতটা সহজে কথাটা বলেছেন, তা আসলে এতটা সহজ না। আমি যদি আপনার মায়ের জায়গায় অন্য কাউকে এনে বলতাম, “তাকে মা বলে ডাকবেন”, পারতেন আপনি?

আমি দেখেছি, আমার মা আপনাকে কতটা ভালোবাসতেন আর আপনি তাকে কতটা আঘাত দিয়েছেন। আপনি ওই মহিলার মোহে অন্ধ হয়ে আমাদের মিথ্যাবাদী বলেছেন—এটা আমি কখনো কল্পনাও করিনি। আপনি আমার জীবনটা তছনছ করে দিয়েছেন। আমার কাছ থেকে আমার মাকে কেড়ে নিয়েছেন।

মানুষ এতটা খারাপ হতে পারে—আপনাদের না দেখলে বুঝতাম না।

আমার প্রিয় বান্ধবীদের বলছি—তোরা অনেক ভালো। তোরা আমার জন্য অনেক কিছু করেছিস। আমি তোদের মুক্তি দিলাম। আর তোদের বিরক্ত করব না। সবাই বলবে, মেয়েটা কত খারাপ—তার জাহান্নামেও জায়গা হবে না। কিন্তু মেয়েটা যে কত কষ্ট, কত অভিমান, কত দুঃখ নিয়ে এই পৃথিবী ছেড়ে যাচ্ছে, তা আপনারা কিভাবে বুঝবেন?

পারভিন মেমকে কে কী বলেছে আমি জানি, কিন্তু তার নাম বলব না।

আর কিছু বলার নেই। কাউকে আর বিরক্ত করব না।
আল্লাহ হাফেজ। সবার জন্য দোয়া রইল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনসুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে রিভার মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

 

একুশে সংবাদ/মা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!