লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পূর্ব চন্ডিপুর সাহানউদ্দিন পাটওয়ারী বাড়িতে পূর্ব শত্রুতার জেরে বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আবদুল হালিম নামে একজন ব্যক্তি গুরুতর আহত হন। এ ঘটনায় ভুক্তভোগী আবদুল হালিম রামগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে দীর্ঘদিন ধরে আবদুল হালিমের ওপর বিভিন্নভাবে অন্যায় অত্যাচার করে আসছিল বিবাদীপক্ষ। তারই ধারাবাহিকতায় ঘটনার দিন সকালে আবদুল হালিম পুকুর থেকে বাঁশ তুলতে গেলে বিবাদীরা বাঁধা প্রদান করেন। তবে তাদের বাধা উপেক্ষা করে তিনি বাঁশ তুলতে গেলে পপি আক্তার, জান্নাত আরা বেগম ও আকলিমা বেগম নামের তিন নারী দেশীয় অস্ত্র দা ও চেনি দিয়ে তার বুকে ও হাতে কোপ দিয়ে গুরুতর জখম করেন।
আবদুল হালিমের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠান। পরে সেখানকার চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য মাইজদী সদর হাসপাতালে রেফার করেন।
এ বিষয়ে অভিযুক্ত পপি আক্তার বলেন, “পুকুরের বাঁশ তোলা নিয়ে আবদুল হালিম আমাদের ওপর হামলা চালাতে আসে। আত্মরক্ষার্থে হাতে থাকা বটি দিয়ে কোপ দিলে সে আহত হয়।”
রামগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আবদুর জলিল জানান, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/ল.প্র/এ.জে