AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিয়ের অনুষ্ঠানে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার


Ekushey Sangbad
টি আই সানি, শ্রীপুর, গাজীপুর
০৩:৫৮ পিএম, ২৬ জুলাই, ২০২৫

বিয়ের অনুষ্ঠানে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

গাজীপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা জর্জকে (৪৮) ভাতিজার বিয়ের অনুষ্ঠান থেকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। শনিবার (২৬ জুলাই) বিকেল ৩টায় তাকে শ্রীপুর থানা থেকে গাজীপুর আদালতে পাঠানো হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (২৫ জুলাই) বিকেলে কালীগঞ্জ উপজেলার রাথুরা এলাকার ছুটি রিসোর্ট থেকে কালীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় তাঁকে গ্রেফতার করা হয়।

নাসির উদ্দিন মৃধা জর্জ শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের মৃত আব্দুল হাই মৃধার ছেলে। তিনি দৈনিক ভোরের কাগজের শ্রীপুর প্রতিনিধি ও শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক।

ওসি বারিক জানান, রাথুরা এলাকার ছুটি রিসোর্টে ভাতিজার বিয়ের অনুষ্ঠানে যোগদানের সময় খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশের সহায়তায় শ্রীপুর থানা পুলিশ নাসির উদ্দিন মৃধা জর্জকে গ্রেফতার করে। তিনি ছাত্রজনতার আন্দোলনের হামলা ও নিহতের ঘটনায় একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ আরও অনেককে আসামি করা হয়েছে।

 

একুশে সংবাদ/গা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!