AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বোয়ালখালীর সিপাহীরঘোনা সড়ক সংস্কারের অভাব: দুর্ভোগে স্কুলশিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ



বোয়ালখালীর সিপাহীরঘোনা সড়ক সংস্কারের অভাব: দুর্ভোগে স্কুলশিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ২ নম্বর পশ্চিম গোমদন্ডী ইউনিয়নের চরখিজিরপুর ৭ নম্বর ওয়ার্ডের সিপাহীরঘোনা সড়কটি দীর্ঘদিন যাবৎ চরম অবহেলায় রয়েছে। কালামিয়ার বাড়ি থেকে আমির ব্যাপারী বাড়ি পর্যন্ত বিস্তৃত এই গুরুত্বপূর্ণ সড়কটি সর্বশেষ ২০১২ সালে পিচঢালাই করা হয়; তারপর থেকে কোনো রকম সংস্কার বা মেরামত হয়নি।

এলাকাবাসী জানায়, এটি এলাকার একমাত্র যাতায়াতের রাস্তা। প্রতিদিন শত শত শিক্ষার্থী, শিশু, রোগী ও সাধারণ মানুষ এই রাস্তাটি দিয়ে স্কুল, কলেজ, হাসপাতাল ও কর্মস্থলে যাতায়াত করেন। তবে বর্তমানে রাস্তাটির বেহাল দশার কারণে এটি একপ্রকার মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। রাস্তার বিভিন্ন স্থানে পিচ উঠে গেছে, বড় বড় গর্ত এবং হাঁটু সমান কাদাজমাটার ভরাট অংশ রয়েছে। বিশেষ করে বৃষ্টির দিনে রাস্তাটি একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়ে।

অসুস্থ শিশুকে হাসপাতালে নিতে গিয়েও রাস্তাটির বেহাল অবস্থা জীবনের জন্য বিপজ্জনক হয়ে ওঠে, অভিযোগ জানাচ্ছেন অভিভাবকরা। স্কুলগামী কোমলমতি শিশুরা প্রতিদিন দুর্ঘটনার ঝুঁকি নিয়ে এই রাস্তায় চলাফেরা করছে। রোগীদের অ্যাম্বুলেন্সও প্রায়ই এই পথে আটকে যায়।

স্থানীয়রা বহুবার প্রশাসন, জনপ্রতিনিধি ও সড়ক বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছেন, কিন্তু এখনও পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ লিয়াকত বলেন, “আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানাচ্ছি যেন অবিলম্বে রাস্তাটি সংস্কার করা হয়।” তিনি আশা প্রকাশ করেন, এই অনাবিল কষ্টের অবসান ঘটাতে জনস্বার্থে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

একুশে সংবাদ/চ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!