গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে দুধ ঢেলে গোসল করে পদত্যাগ করেছেন ফাইম ভূঁইয়া নামে এক নেতা।
শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৪টার দিকে নিজ বাড়িতে আনুষ্ঠানিকভাবে দুধ ঢেলে গোসল করেন এবং ছাত্রলীগ থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
ফাইম ভূঁইয়া জানান, তার অজান্তে তাকে ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক করা হয়েছিল। বিষয়টি জানার পরই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।
তিনি বলেন,“আমার অজান্তেই আমাকে সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। আমি এ সংগঠনের সঙ্গে থাকতে চাই না।”
তিনি আরও দাবি করেন,“আমি ও আমার পরিবারকে হেয়প্রতিপন্ন করতেই এভাবে আমাকে জড়ানো হয়েছে। আমি ছাত্রলীগের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চাই না।”
ফাইম এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। তার দাবি, মাত্র ১১ বছর বয়স থেকেই তাকে বিভিন্নভাবে ছাত্রলীগ কমিটিতে যুক্ত করা হচ্ছিল।
এ বিষয়ে স্থানীয় ছাত্রলীগ নেতাদের কারও তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।
একুশে সংবাদ/গো.প্র/এ.জে