গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে বাংলা বানান শুদ্ধকরণ বিষয়ক "নলেজ শেয়ারিং সেল" অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ জুলাই) সকাল ১১টায় উপজেলা হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম। তিনি প্রায় ঘণ্টাব্যাপী বাংলা বানান শুদ্ধকরণ বিষয়ে দিকনির্দেশনামূলক ও পরামর্শমূলক আলোচনা উপস্থাপন করেন।
আলোচনায় উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিক অংশ নেন। আলোচনার পর উপস্থিত সংবাদকর্মীদের বাংলা বানান শুদ্ধি বিষয়ক ৩০ নম্বরের একটি লিখিত পরীক্ষাও নেওয়া হয়।
লিখিত পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন প্রেসক্লাব সাদুল্লাপুরের দপ্তর সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম আনোয়ার (২৩ নম্বর), দ্বিতীয় স্থান অধিকার করেন সাদুল্লাপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. শহিদুল হক (২১ নম্বর), এবং তৃতীয় স্থান অর্জন করেন প্রেসক্লাব সাদুল্লাপুরের সাংগঠনিক সম্পাদক শেখ নাসির আহমেদ নাইস (১৯ নম্বর)।
অনুষ্ঠানের শেষাংশে ইউএনও কাজী মোহাম্মদ অনিক ইসলাম সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত তিন সাংবাদিকের হাতে পুরস্কার তুলে দেন।
একুশে সংবাদ/গা.প্র/এ.জে