চট্টগ্রামের বোয়ালখালীতে হাজী মো. নুরুল হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নুরুন্নেছা বেগম ও মো. ইব্রাহীমকে অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (১৪ জুলাই) সকালে কলেজ মিলনায়তনে শিক্ষক-কর্মচারী পরিষদের উদ্যোগে এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ এন. এম. ফখরুদ্দীন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সহকারী অধ্যাপক আবদুল গণি। পবিত্র কোরআন তেলাওয়াত করেন আবদুল ওয়াহাব, গীতা পাঠ করেন বেবী ঘোষ এবং ত্রিপিটক পাঠ করেন মেঘলা বড়ুয়া। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন অধ্যাপক মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মো. কাইছারুল হক, সহকারী অধ্যাপক সমীরণ কান্তি দে, জামাল উদ্দিন হোসেন, পিংকু দাশ, রাজশ্রী বড়ুয়া, মো. জামশেদ আলম এবং বিদায়ী শিক্ষক মো. ইব্রাহীম ও নুরুন্নেছা বেগম।
এছাড়াও বক্তব্য রাখেন বোয়ালখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী, এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে নুসরাত শারমিন, মায়মুনা রুবাইত ও চৈতি নাগ।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষকদের কর্মময় জীবনের নানা দিক নিয়ে স্মৃতিচারণ করেন এবং তাঁদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পরে বিদায়ী শিক্ষকদের হাতে ক্রেস্ট, ফুল ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষিকা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/চ.প্র/এ.জে